২০২৫ শুরু হল নতুন ভাইরাসের প্রাদুর্ভাবের খবরে। হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি)। আর এটিরও বাড়বাড়ন্ত আপাতত চিনেই। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে উদ্বেগজনক সব পোস্ট। সত্যিই কি করোনারই সমগোত্রীয় এই ভাইরাস ? করোনার মতোই কি চ্যালেঞ্জের মুখে ফেলবে এইচএমপিভি?


সোশ্যাল মিডিয়ায় যতই আতঙ্ক ছড়াক না কেন, কোনও চিকিৎসকই এখনও পর্যন্ত এই ভাইরাস সম্পর্কে ভয়াবহ কিছুই বলেনি। তবে এই ভাইরাস কোভিডের মতোই শ্বাসযন্ত্রকে অসুস্থ করে।  তবে চিন এখনও এই সংক্রমণকে সরকারি জরুরি অবস্থা বলে ঘোষণা করেনি। তবে সে দেশের স্বাস্থ্য দফতর  অজানা ভাইরাস হানা মোকাবেলায় প্রোটোকল প্রয়োগ করেছে।


আরও পড়ুন : ফিরছে আতঙ্কের দিন? চিনে ভাইরাস-দাপটে ঘায়েল ফুসফুস, 'ফের মৃত্যুমিছিল', দাবি ভাইরাল ভিডিওয়


রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনফ্লুয়েঞ্জা এ, মাইকোপ্লাজমা নিউমোনিয়া, কোভিড-১৯ এবং এইচএমপিভি  শ্বাসযন্ত্রে হানা দিচ্ছে। এর ফলে সর্দি-কাশি-জ্বর, কোনও কোনও ক্ষেত্রে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস হচ্ছে।  সংক্রমণের বৃদ্ধি আটকাতে চিন সম্প্রতি নিউমোনিয়ার জন্য একটি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে। চিনের স্বাস্থ্য আধিকারিকরা জানাচ্ছেন,  শীত এবং বসন্তে এ ধরনের সংক্রমণ হয়েই থাকে।                         


এইচএমপিভি ও কোভিড-১৯ -এর কয়েকটি উপসর্গ একইরকম। HMPV এবং SARS-CoV-2 বিভিন্ন viral family র অন্তর্গত। তাদের মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে। দুই ভাইরাসেই আক্রান্ত হয় শ্বাসযন্ত্র। উভয়ই প্রাথমিকভাবে শ্বাসযন্ত্রকে টার্গেট করে। তার ফলে হালকা থেকে গুরুতর সংক্রমণ হয়।সংক্রমণের মাধ্যম আর প্রকৃতিও একইরকম। লক্ষণও হল জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট । শিশু ও শারীরিক ভাবে দুর্বল মানুষকে সহজে ঘায়েল করে এই ভাইরাস।  করোনার মতোই  স্বাস্থ্যবিধি, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখলে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে। 


তবে এখনই চিন এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নয়। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং সকলকে আশ্বাস দিয়ে জানিয়েছেন, চিন সতর্ক, হবে উদ্বিগ্ন নয়। এমন ধরনের সমক্রমণ শীতের মুখে প্রতিবছরই বাড়ে। তবে চিন যতই আশ্বাস দিক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলি রীতিমতো ভয় দেখাচ্ছে।  হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড় বলে দাবি করা হয়েছে। অনেকের মৃত্যু হচ্ছে বলেও দাবি করা হচ্ছে। তবে সোগুলির কোনওটাই কোনও সরকারি সূত্র নয়। এবিপি আনন্দও ভিডিওগুলির সত্যতা যাচাই করে দেখেনি।