নয়া দিল্লি: চিনে (China) আবার বাড়ছে করোনা। বেশ কিছু শহরে জারি হয়েছে লকডাউন (Lockdown)। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ভারতেও কি আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ (forth wave) ? চিকিৎসকদের একটা অংশ এনিয়ে সতর্ক করলেও, আরেকটা অংশ মনে করছেন, এখনই এরকম সম্ভাবনা নেই।


দেশে করোনা গ্রাফের (Coronavirus Graph) ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে কোনও কোনও বিশেষজ্ঞ মনে করছেন, ভারতে চতুর্থ ঢেউ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভারতে বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, গত এক বছরে ভারতে দ্রুত গতিতে টিকাকরণ হয়েছে। ভারতে প্রায় ৮১ কোটি মানুষ ভ্যাকসিনের দু’টো ডোজ পেয়ে গেছেন। ফলে চিনে করোনা বাড়ছে বলেই ভারতেও তা থাবা বসাবে, এমনটা নয়। 


সম্প্রতি ১২ বছর পার করলে শিশুরাও টিকা পাচ্ছে। এই পরিস্থিতিতে অনেকের শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাই ভবিষ্যতে কোভিড -19 তরঙ্গ দেশে আছড়ে পড়লেও, তা বড়সড় প্রভাব ফেলতে পারে না বলেই তাঁদের আশা।


Vaccination for 12-14 Age Group: কলকাতার কোন কোন স্বাস্থ্য কেন্দ্রে দেওয়া হচ্ছে টিকা? 


এই মুহূর্তে দেশে  দৈনিক কোভিড -19 গ্রাফ কিছুটা নিম্নমুখী। মৃত্যুর হারও কিছু সময়ের জন্য কম রয়েছে। এই পরস্থিতিতে কয়েকজন বিশেষজ্ঞ মনে করছেন, সরকার এখন সবসময় মাস্ক পরে থাকার আদেশ শিথিল করতে পারে। দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইউরোপের কিছু অংশে হঠাৎ করেই COVID-19 বাড়ছে লক্ষণীয় হারে। এখন ভারতে পরিস্থিতি যখন অনেকটাই স্বাভাবিক, তখন চিনে আবার সেই পুরনো ভয়ঙ্কর চেহারায় ফিরছে করোনা।  তাই মানুষ ভয় পাচ্ছেন, আবার বুঝি করোনা থাবা বসাল ঘরে ঘরে। 


এপিডেমিওলজিস্ট এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ চন্দ্রকান্ত লাহারিয়া (Dr Chandrakant Lahariya, an epidemiologist and public health specialist) বলেছেন যে, করোনার নতুন কোনও ভ্যারিয়েন্টের এই মুহূর্তে কোনও তরঙ্গ নিয়ে আছ়ড়ে পড়ার সম্ভাবনা কম। লাহরিয়া বলেন , অ্যান্টিবডির কার্যকারিতার মাত্রা নির্দিষ্ট সময়ের সাথে হ্রাস পায় তবে হাইব্রিড ইমিউনিটি সুরক্ষা প্রদান করে। তিনি আরও বলেন,  সময় এসেছে যে ভারত সরকার এবার ফেস মাস্ক-সম্পর্কিত কড়াকড়ি পর্যালোচনা করতে পারে, এখন সংখ্যাগরিষ্ঠ মানুষের ক্ষেত্রে মাস্কের প্রয়োজনীয়তা হয়ত নেই। "এটি ধাপে ধাপে করা যেতে পারে," বলেন লাহারিয়া।