কলকাতা : এ যেন সংক্রমণের বিস্ফোরণ। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শনিবার রাজ্যে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণে পড়েছেন ৪ হাজার ৪৩ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। একধাক্কায় গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা বেড়েছে ২ হাজার ৭৬৩। যার ফলে এই মুহূর্তে রাজ্যে মোট অ্যাক্টিভ কোভিড পজিটিভের সংখ্যা ২১ হাজার ৩৬৬ জন।
সংক্রমণ সবথেকে বেশি কলকাতা ও উত্তর ২৪ পরগণা জেলায়। শনিবার বৃহত্তর কলকাতার একটি অংশে ছিল চতুর্থ দফার নির্বাচন। আর এদিনের রিপোর্ট জানাচ্ছে গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতাতেই নতুন করে আক্রান্তের সংখ্যা ৯৯৭। উত্তর ২৪ পরগণায় সংখ্যাটা ৮৮৭।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৬৪৮ জন। শুক্রবার রাজ্যে করোনায় মৃত্যু হয়েছিল ৮ জনের। ২ হাজার ৪৯৪ জন বেড়ে রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছিল ১৮ হাজার ৬০৩ জন। মঙ্গলবার করোনা সংক্রমিত হয়েছিলেন ২ হাজার ৫৮ জন। বুধবার আক্রান্ত হন ২ হাজার ৩৯০ জন। বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ২ হাজার ৭৮৩ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪৮ জন।
মাত্র ১২ দিনে রাজ্যে ছ’গুণের বেশি বেড়েছে করোনার দৈনিক সংক্রমণ। প্রতি ১০০টি করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ১০ জন। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৩০ শতাংশ। শুক্রবারের থেকে শনিবার সংক্রমণ বাড়ল আরও প্রায় ১০ শতাংশ। ১ দিনে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েছে সাড়ে আটশোর বেশি! দেশে যখন বেলাগাম গতিয়ে ছুটছে করোনা, তখন বাংলাতেও ঘুম কেড়েছে করোনার দ্বিতীয় ঢেউ!!!
করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যে, রাজ্যে তৈরি হয়েছে ভ্যাকসিন সঙ্কট। একাধিক হাসপাতালে শেষ হয়ে গেছে করোনার ভ্যাকসিন। একাধিক হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার ভ্যাকসিনেশন বন্ধ রেখেছিল।