নয়াদিল্লি : ছুটির দিনেও ছেদ পড়বে না ভ্যাকসিন দেওয়াতে। কেন্দ্রীয় সরকার নতুন নির্দেশিকা দিয়ে জানিয়েছে, এপ্রিলের সব দিনই দেওয়া হবে করোনা ভ্যাকসিন। বাদ থাকবে না ছুটির দিনগুলোও। 


ভারতবর্ষে এমনিতেই আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। রোজই বেড়ে চলেছে সংক্রামিতের সংখ্যা। এইপ্রেক্ষিতে করোনা বধে ভ্যাকসিন ছাড়া অন্য কোনও উপায় দেখছেন না চিকিত্‍সকরা। তাই বৃহস্পতিবার থেকেই ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে ৪৫ ঊর্ধ্বে সকলের জন্য। এতদিন পর্যন্ত ৬০ বছরের বেশি বয়সের সবাইকে করোনার টিকাকরণ দেওয়া হচ্ছিল। আর কো-মবির্ডিটি থাকলে সেক্ষেত্রে ৪৫ বছরের বেশি বয়স হলে দেওয়া হত ভ্যাকসিন। সেই নিয়ম বদলানো হয়েছে ভ্যাকসিন দেওয়ার ব্যপ্তি আরও বাড়ানোর জন্য। ভ্যাকসিনে গুরুত্বের পাশাপাশি, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারেও জোর দিচ্ছে সরকার। মাইক্রো কনটেনমেন্ট জোনের কথাও ভাবা হচ্ছে। 


কিছুদিন আগেই অ্যাস্ট্রোজেনিকা কোভিশিল্ড করোনা ভ্যাকসিনের রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানানো হয়েছিল। ভ্যাকসিন রফতানি রোখার আরও একটি বড় কারণ হল টিকাকরণের বাড়তি গতি। ভারতের টিকাকরণের পরিমাণ ক্রমশ বাড়ছে। আরও বেশি সংখ্যক মানুষকে টিকাদানের পরিকল্পনা নেওয়া হয়েছে।


ইতিমধ্যে ভারতে পাঁচ কোটির বেশে মানুষ করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণের সুবিধা পেয়েছেন। স্বাস্থ্যকর্মীদের জন্য গত ১৬ জানুয়ারি দেশব্যাপী টিকাকরণ অভিযানের সূচনা হয়েছিল। ২ ফেব্রুয়ারি থেকে অন্যান্য কোভিড-যোদ্ধাদের টিকাকরণ শুরু হয়। মঙ্গলবার কেন্দ্র ৪৫ বছরের বেশি বয়সের ব্যক্তিদের টিকাকরণের কথা জানিয়েছিল।


ভ্যাকসিন নিতে চাইলে www.cowin.gov.in-এর সাহায্য নিতে না চাইলে নিকটবর্তী ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে অন-সাইট রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। তিনটের পরে নিকটবর্তী ভ্যাকসিনেশন সেন্টারে যেতে হবে সেক্ষেত্রে। নিয়ে যেতে হবে পরিচয়পত্র। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, পাসপোর্ট, রেশন কার্ডের সাহায্যে রেজিস্ট্রেশন করে নেওয়া যাবে। রেজিস্টার হওয়ার পরে অ্যাকাউন্ট ডিটেলস পেজ থেকে ভ্যাকসিনেশনের জন্য তারিখ শিডিউল করা যাবে।