Coronavirus News Live Updates:  গত ২ বছর ধরে, মারণ ভাইরাসের ভয়াবহতা এখনও দেশবাসীর মনে দগদগে। বর্তমানে করোনার প্রকোপ কিছুটা কমলেও, ফের নিজের অস্তিত্ব জানান দিচ্ছে সে। দেশে করোনা গ্রাফের ওঠাপড়া চলছেই। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্ত ও মৃতুর সংখ্যা কমল। 



কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,



  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০৭ জন।

  • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৪৫১।

  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ জনের।

  • গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪০।

  • এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৯৩ জনের।

  • মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৫ হাজার ৪০১।  

    অন্যদিকে, রাজ্যে করোনার আঁচ টের পেতে সম্প্রতি একটি সমীক্ষা চালায় স্বাস্থ্য দফতর। তাতে দেখা গেছে, পজিটিভিটি রেট সবথেকে বেশি বসিরহাট স্বাস্থ্য জেলায়। আক্রান্তের হার শতকরা ১.০৬ শতাংশ। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা, নন্দীগ্রাম স্বাস্থ্যজেলা ও পূর্ব মেদিনীপুর, এই চার জায়গায় পজিটিভিটি রেট ০.৪ থেকে ১ শতাংশ। বাকি ২২টি জেলার পজিটিভিটি রেট ০.৪ শতাংশের মধ্যে। গত ২৭ ও ২৮ এপ্রিল রাজ্যের ২৮টি স্বাস্থ্য জেলার প্রতিটি থেকে দিনে ৪০০টি নমুনা সংগ্রহ করা হয়। সেই সেন্টিনেল সার্ভিলেন্সের ফল এই রিপোর্ট।

    অন্যদিকে তথ্য মিলেছে, আমদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনের (NID) ২৪ শিক্ষার্থী করোনা আক্রান্ত।  আহমেদাবাদ মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (এএমসি) অতিরিক্ত মেডিকেল অফিসার হেলথ ভাবিন জোশী বলেছেন, “সাবধানতা হিসাবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইনস্টিটিউটে জনসাধারণের জমায়েত এবং শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ইনস্টিটিউটে পরীক্ষার প্রক্রিয়া চলছে এবং আগামীকালের মধ্যে শেষ হবে,”