নয়াদিল্লি: পাতিয়ালার সরকারি মেডিক্যাল কলেজের ১০২ জন পড়ুয়া করোনা আক্রান্ত হলেন। তাঁরা প্রত্যেকেই করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। এমনই জানিয়েছেন পাতিয়ালার ডিভিশনাল কমিশনার সন্দীপ হংস। তিনি আরও জানিয়েছেন, ‘মেডিক্যাল কলেজের করোনা আক্রান্ত পড়ুয়াদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। করোনা পরিস্থিতিতে পাতিয়ালা প্রশাসন সব শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।’


পঞ্জাবের যে শহরগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, সেগুলির মধ্যে উপরের দিকেই আছে পাতিয়ালা। গত সপ্তাহে পাতিয়ালা ও পঠানকোট জেলাতেই পঞ্জাবের মোট করোনা আক্রান্তের অর্ধেক ছিল। এবার পাতিয়ালার সরকারি মেডিক্যাল কলেজে একসঙ্গে শতাধিক পড়ুয়া আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। সব পড়ুয়াকে অবিলম্বে হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।





মেডিক্যাল কলেজের পড়ুয়াদের করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি পাতিয়ালার থাপার বিশ্ববিদ্যালয়েও সংক্রমণ ছড়িয়েছে বলে জানা গিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের একটি হস্টেলকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। ওই হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়ারা আছেন। 


পাতিয়ালার সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. সুমিত সিংহ জানিয়েছেন, যে পড়ুয়ারা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে বেশিরভাগের শরীরেই কোনওরকম উপসর্গ নেই।


পঞ্জাবে করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় রাজ্য প্রশাসন স্কুল, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথা ভাবছে। সম্প্রতি পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নি রাজ্যের মেডিক্যাল শিক্ষামন্ত্রী রাজকুমার ভিরকার সঙ্গে বৈঠক করেছেন। তিনি প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন।


এদিকে, দেশে করোনা ও ওমিক্রনে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ শতাংশের ওপর বাড়ল। স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৩৭৯ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৩ হাজার ৭৫০।


গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১২৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৩। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৯ লক্ষ ৬০ হাজার ২৬১ জন।  এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮২ হাজার ১৭ জনের মৃত্যু হয়েছে। দেশে মঙ্গলবার পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৯২।