কলকাতা: ফের করোনা আক্রান্ত তৃণমূল নেতা ও গায়ক বাবুল সুপ্রিয়। নিজেই ট্যুইট করে জানালেন সে কথা। এই নিয়ে তৃতীয়বার করোনা আক্রান্ত হলেন তিনি।
এদিন সকালে ট্যুইট করে গায়ক লেখেন, 'আমি, আমার স্ত্রী, আমার বাবা, একাধিক কর্মী করোনা পজিটিভ। কিন্তু আমার মূল চিন্তা হচ্ছে ৬১ হাজার টাকা দামের ককটেল ওষুধ যা প্রবলভাবে আক্রান্ত রোগীদের দেওয়া হচ্ছে। বাবা, বয়স ৮৪, তাঁকে এখনই এই ইঞ্জেকশন দিতে হবে এবং এখনই এটি কিনতেও হবে আমাকে। কীভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ এটি কিনবে? যেহেতু সম্পূর্ণ টিকাপ্রাপ্তরাও সংক্রমিত হচ্ছেন, তাই টিকা অভিযানের সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালেও এই ইঞ্জেকশনটি পাওয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে। টিকাকরণ জরুরি কিন্তু, ককটেল এই মুহূর্তে প্রয়োজনীয়।' নিজের ট্যুইটে বাবুল ট্যাগ করেছেন মনসুখ মাণ্ডব্য ও অমিত শাহকে।
গত বছর করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীনও করোনা আক্রান্ত হয়েছিলেন বাবুল সুপ্রিয়। আক্রান্ত হন তাঁর স্ত্রীও। গত ২৫ এপ্রিল দ্বিতীয়বার করোনা আক্রান্ত হন তিনি। সেই সময়ে টালিগঞ্জের বিজেপি প্রার্থী ছিলেন তিনি। ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পরও করোনা আক্রান্ত হন। কোনও উপসর্গ ছিল না। হোম আইসোলেশনে ছিলেন। বাবুল তখন ট্যুইট করে জানান, 'আসানসোলে ভোট দিতে পারব না বলে খারাপ লাগছে।'
আরও পড়ুন: Laxmiratan Shukla: করোনা আক্রান্ত লক্ষ্মীরতন শুক্ল, রয়েছে মৃদু উপসর্গ