কলকাতা : গতবারের চেয়েও করোনার জন্য বাড়াতে হবে ২৫-৩০ শতাংশ বেড। ২১ এপ্রিল থেকেই জরুরি নয় এমন সব অস্ত্রোপচার স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
রাজ্য সরকারের সঙ্গে আজ বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষগুলির একটি জরুরি বৈঠক হয়। তাতে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয় করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য । রাজ্যের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, এবারে গতবারের চেয়েও করোনার জন্য বাড়াতে হবে ২৫ থেকে ৩0 শতাংশ বেড।
২১ এপ্রিল থেকে খুব জরুরি নয় , এমন অস্ত্রোপচার স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। অর্থাৎ যে কোনও মূল্যে হাসপাতলে কোভিড বেডের সংখ্যা বাড়াতে হবে । রাজ্য সরকার চাইছে , সমস্ত বেসরকারি হাসপাতাল মিলিয়ে কোভিড বেডের সংখ্যা সাত থেকে আট হাজারে নিয়ে যেতে।
গত বছর যখন করোনার প্রথম ঢেউ এসেছিল তখন কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বেসরকারি হাসপাতালগুলোতে করোনা বেডের সংখ্যা ছিল সাড়ে পাঁচ হাজারের কাছাকাছি । এখন সেই সংখ্যাটা ২৫ থেকে ৩0 শতাংশ বাড়িয়ে, সাত থেকে আট হাজার করতে চাইছে রাজ্য সরকার। এই প্রস্তাবে বেসরকারি হাসপাতালগুলো জানিয়েছে যে, তারা নিজেদের মতো করে হাসপাতালের বেড বাড়ানোর চেষ্টা করবে।
আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে আগামী ২১ এপ্রিল থেকে হাসপাতালের জরুরি অস্ত্রোপচার ছাড়া আর সমস্ত অপারেশন বাতিল করা হবে আগামী দুই সপ্তাহের জন্য ।
এছাড়াও বেসরকারি হাসপাতালে ওপিডি অর্থাৎ আউটডোর পরিষেবাকে হাসপাতাল চত্বর থেকে বার করে, নিকটবর্তী কোথাও স্থানান্তরিত করার কথা বলা হয়েছে । কাছাকাছি কোনও ভবন ভাড়া করে আউটডোর পরিষেবা চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের তরফে। এখন যেখানে আউটডোরে রোগী দেখা হয়, সেটিকে বেড পেতে কোভিড ওয়ার্ডে রূপান্তরিত করা প্রস্তাব দেওয়া হয়েছে ।
বেসরকারি যে সমস্ত হাসপাতালের কাছাকাছি হোটেল বা অনুষ্ঠান বাড়ি রয়েছে, সেগুলিকে অধিগ্রহণ করে সেফ হোমের ব্যবস্থা করা যেতে পারে ।
এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বেসরকারি হাসপাতালে বিলিং ক্ষেত্রে কোনও সমস্যা যাতে স্বাস্থ্য কমিশনের কাছে জমা না পড়ে তার জন্য বেসরকারি হাসপাতালগুলো সচেষ্ট থাকতে বলা হয়েছে। তারা নাকি এ ব্যাপারে কমিশনের কাছে প্রতিশ্রুতিও দিয়েছে। এই মুহূর্তে যাঁরা সার্জারির জন্য হাসপাতালে ভর্তি আছেন, তাঁদেরকেও ধীরে ধীরে রিলিজের প্রক্রিয়া চালু করার কথা বলা হয়েছে । যাতে তারা পরবর্তী সময়ে তাঁরা হাসপাতলে ভর্তি হয়ে সার্জারি করাতে পারেন। খুব শিগগিরই পুরো বিষয়টি লিখিত আকারে বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ করা হবে বলে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ।