মিউনিখ: গোটা বিশ্বজুড়ে চলছে করোনা ভ্যাকসিন তৈরির জোর তৎপরতা। বিভিন্ন সংস্থা-দেশ তাদের মতো করে চেষ্টা চালাচ্ছে দ্রুত কার্যকরী ভ্যাকসিন বাজারে আনতে।
এর মাঝেই আশার আলো দেখানোর মতে খবর দিয়েছেন বায়োনটেক-পিফিজারের বিজ্ঞানীরা। পিফিজার সংস্থার প্রধান উগার সাহিন দাবি করেছেন, তাদের বানানো ভ্যাকসিন পৃথিবী থেকে মুছে দেবে করোনা অতিমারিকে।
জার্মান সংস্থার প্রধান সাহিন বলেছেন, ‘ভ্যাকসিনটা করোনা অতিমারিকে রুখে দিতে পারবে কিনা সেটাই সবথেকে বড় প্রশ্ন। আনন্দের সঙ্গে জানাচ্ছি, উত্তরটা হ্যাঁ।’
তৃতীয় তথা শেষ পর্যায়ের ট্রায়ালে থাকা ভ্যাকসিন প্রসঙ্গে সাহিনের দাবি, তাদের ভ্যাকসিন ৯০ শতাংশ সফল। দুই সংস্থাই আশা রাখছে তাদের মিলিতভাবে তৈরি ভ্যাকসিনটি মানবদেহে এক বছরের বেশি সময় কার্যকর থাকবে। করোনার সংক্রমণ থেকে তা রুখে দিতে সক্ষম বলেই মনে করেন তিনি। ২০১৮ সালে পিফিজার সংস্থা তৈরি করেন সাহিন। চলতি বছরের মার্চ থেকে বায়োনটেকের সঙ্গে গাঁটছড়া বেঁধে করোনা ভ্যাকসিন তৈরির কাজ চালাচ্ছে তারা।
পিফিজার সংস্থার প্রধান প্রবল আশাবাদী হলেও এখনও পুরো চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না। কারণ, ভ্যাকসিনের যাবতীয় ট্রায়াল চলছে কম বয়সের স্বাস্থ্যকর মানুষদের দেহে। তবে যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কম, বা বয়স্কদের দেহে ভ্যাকসিনটা ঠিক কতটা কার্যকরী হবে, তা নিয়ে চিন্তা একেবারে কাটিয়ে দেওয়া যাচ্ছে না।
সাহিনের অবশ্য মত, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারা চূড়ান্তভাবে জানাতে পারবেন সবার শরীরেই ভ্যাকসিন একইরকম সফল হবে কিনা। কোনও পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি হবে না বলেও আশাবাদী তিনি।
করোনা অতিমারি রুখে দেবে তাদের ভ্যাকসিন, দাবি বায়োনটেক-পিফিজারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Nov 2020 05:15 PM (IST)
ভ্যাকসিনটা করোনা অতিমারিকে রুখে দিতে পারবে কিনা সেটাই সবথেকে বড় প্রশ্ন। আনন্দের সঙ্গে জানাচ্ছি, উত্তরটা হ্যাঁ।
NEXT
PREV
স্বাস্থ্য (health) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -