নয়াদিল্লি: একের পর এক কোভিড (covid) ঢেউ এসেছে বিশ্বে। এখন পৃথিবীতে যে পর্যায়ে কোভিড সংক্রমণ রয়েছে তাতে এটি এনডেমিক (endemic) বলা যায়। কিন্তু তাতেও চিন্তা কমছে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
একটি সাংবাদিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর মাইক রায়ান (mike ryan) জানিয়েছেন, ভাইরাস কমগতিতে সংক্রমিত হলে, মরসুমি সংক্রমণে পরিণত হলে তাকে এনডেমিক বলা হয়ে থাকে। তিনি বলেন, 'যদিও এই পরিস্থিতিতেও আমাদের সতর্ক থাকা উচিত।'
কেন এই সতর্কবার্তা দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ?
অল্প পরিমাণে সংক্রমণ ছড়ালেও এমন একাধিক রোগ রয়েছে, যাতে প্রতিবছর সারা বিশ্বে প্রচুর পরিমাণ লোক মারা যান। এইচআইভি, টিবি, ম্যালেরিয়া এনডেমিক হলেও তাতেও প্রতিবছর প্রচুর লোক মারা যান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (world health organisation) জানাচ্ছে, এনডেমিক সংক্রমণে লাগাম পরানোর জন্য একাধিক প্রকল্প প্রয়োজন। সংক্রমণ কমা এবং মৃত্যু কমানোর জন্য কড়া পদক্ষেপ প্রয়োজন। সাবধান না হলে পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে who.এখন নানা দেশে উঠে যাচ্ছে কোভিডবিধি। ক্রমশ শিথিল করা হচ্ছে নানা নিয়ম। বিদেশে আসা-যাওয়ার জন্য় একাধিক দেশে আর প্রয়োজন হচ্ছে না কোভিড পাসের। কমছে মাস্ক পরার নিয়মও। কোভিডের সঙ্গে যে অন্যান্য শারীরিক সমস্যার যোগ রয়েছে তা বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। লং কোভিডের মতো সমস্যায় ভুগছেন অনেক আক্রান্ত ব্যক্তি। মানসিক অবসাদেরও শিকার হয়েছে তাঁরা। কোভিড সংক্রমণকে হেলাফেলা করলে ফের বাড়তে পারে সংক্রমণের হার। তাহলে অন্যান্য শারীরিক অসুস্থতাও বাড়তে পারে। এমন আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
সেই কারণে কোভিডের দাপট কমলেও কোভিডবিধি পালনে জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যারা তুলনামূলত বেশি ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রয়েছেন তাঁদের জন্যও অতিরিক্ত সতর্ক হতে হবে বলেও বার্তা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: দেশজুড়ে ১২ ঊর্ধ্বদের করোনার ভ্যাকসিনেশন শুরু, আজ থেকে রাজ্যে নয়