লন্ডন: বারবার কোভিডের একাধিক ঢেউয়ে জেরবার হয়েছে বিশ্ব। কোভিড সংক্রমণের (covid) সঙ্গে মানসিক চাপের সংযোগ হয়েছে কিনা তা নিয়ে বারবার নানাধরনের গবেষণা হয়েছে। ফের সেই আশঙ্কাই সামনে এল নতুন এক গবেষণায় (research)। প্রবল কোভিড সংক্রমণের সঙ্গে যোগ রয়েছে দীর্ঘমেয়াদি মানসিক স্বাস্থ্যের। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে দি ল্যানসেট পাবলিক হেলথ (the lancet public health) জার্নালে।


যারা প্রবল কোভিড সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, তাঁরা আক্রান্ত হওয়ার পর ১৬ মাস পর্যন্ত একাধিক অবসাদসংক্রান্ত (depression) সমস্যায় ভুগেছেন। দাবি করা হয়েছে গবেষণায়। যাঁরা কোভিড আক্রান্ত হয়ে অন্তত সাতদিন বা তার বেশি সময় শয্যাশায়ী (bed ridden) ছিলেন, তাঁরাও অবসাদের শিকার হয়েছেন। যে আক্রান্ত ব্যক্তিরা কখনও শয্যাশায়ী হননি তাঁদের অবসাদের সমস্যা তুলনায় অনেক কম। যাঁরা হাসপাতালে ভর্তি হননি তাঁদের সমস্যা ২ মাসের মধ্যে কমে যায়। কিন্তু যাঁরা গুরুতর ভাবে অসুস্থ ছিলেন তাঁদের ক্ষেত্রে সমস্যাটা আরও বেশি। ডেনমার্ক (denmark), এস্তোনিয়া (estonia), আইসল্যান্ড (iceland), নরওয়ে (norway), সুইডেন (sweden) এবং ব্রিটেন (uk) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হয়েছে এই গবেষণা। 


কী ধরনের সমস্যা হয় আক্রান্তদের?
গবেষকরা জানাচ্ছেন, অবসাদ-উদ্বেগের সমস্যা থাকে। তার সঙ্গেই চিন্তা বাড়ায় ঘুমের সমস্যা। কম ঘুম হওয়া বা ঘুম না আসার মতো সমস্যায় ভোগেন আক্রান্তরা।


ইউনিভার্সিটি অফ আইসল্যান্ডের (University of Iceland) প্রফেসর এবং গবেষণাপত্রের লেখক উন্নুর আন্না ভালডিমার্সডোত্তির (Unnur Anna Valdimarsdottir) বলেন, 'সব কোভিড আক্রান্তদের ক্ষেত্রে অবসাদের সমস্যা সমান নয়, কোভিডের তীব্রতা এবং শয্যাশায়ী হওয়ার উপর এগুলি নির্ভর করে।'  গবেষকরা আরও জানাচ্ছেন, দীর্ঘদিন অসুস্থ থাকার জন্য চিন্তা,মস্তিকের প্রদাহ এবং লং কোভিডের সমস্যার জন্য অবসাদ ও উদ্বেগের প্রাবল্য নির্ভর করে। এছাড়াও প্রদাহজনিত সমস্যার কারণেও মানসিক অবসাদের বিষয়টি নির্ভর করে।   


আরও পড়ুন: অ্যালার্জি-আশঙ্কা? দোলের আগে সহজ কয়েকটি ধাপে বাড়িতেই বানিয়ে ফেলুন রং