ট্রেন্ডিং

বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা, জীবন বদলাতে চলেছে আপনার, ব্যবসায় বড় মুনাফা এই রাশির জাতকদের

টাকা পয়সা থাকা মানেই তুমি...অবসর গ্রহণের পরই বিরাটকে চমকে দেওয়া কথা প্রেমানন্দ মহারাজের

প্রায়ই লং ড্রাইভে যান ? এই অভ্যাসে নষ্ট হতে পারে প্রজনন ক্ষমতা ! আপনি সতর্ক তো ?

গেঁটে বাত কেন হয়? এর পিছনে মূল কারণ কী? কোন বিশেষ রঙের ফল খেলে কিছুটা কমবে ব্যথা, আরাম পাবেন আপনি

যে আপনার প্রায় সব কথাই জানেন, প্রতারিত হতে পারেন তার থেকেই ! আজ সতর্ক থাকবেন এই রাশির জাতকরা
চিয়া সিড খাওয়া কাদের জন্য বিপজ্জনক, লাগাতার এই বীজ খেলে কী কী সমস্যা দেখা দেবে?
Covid testing at home: স্টেপ বাই স্টেপ দেখে নিন কীভাবে বাড়িতে করোনা পরীক্ষা করবেন
Covid testing at home: র্যাপিড অ্যান্টিজেন কিটে কেউ পজিটিভ হলে, তাঁর RTPCR রিপোর্টও পজিটিভ আসবে। কেউ নেগেটিভ হলে, তিনি RTPCR পরীক্ষায় পজিটিভ হতে পারেন।
Continues below advertisement

স্টেপ বাই স্টেপ দেখে নিন কীভাবে বাড়িতে কীভাবে করোনা পরীক্ষা করবেন?
রাজ্যে হু হু করে বাড়ছে করোনা! সেই সঙ্গে চাহিদা বাড়ছে টেস্টের। চাপ এতটাই বেড়েছে, যে কখনও কখনও রিপোর্ট পেতে দু’তিন দিন থেকে চারদিন পর্যন্ত সময় লাগছে। এই অবস্থায়, অনেকেই ভরসা করছেন র্যাপিড অ্যান্টিজেন কিটের উপর। পাড়ার ওষুধের দোকানেই পাওয়া যাচ্ছে এই সেল্ফ টেস্টিং র্যাপিড অ্যান্টিজেন কিট! এর মাধ্যমে বাড়িতে বসেই আপনি টেস্ট করে নিতে পারবেন আপনি পজিটিভ কি না।
কীভাবে কাজ করে এই কিট?
Continues below advertisement
- সাবান দিয়ে হাত ধুয়ে নিন। পরীক্ষা করার আগে হাত শুকিয়ে নিন
- পাউচ ছিড়ে ফেলুন।
- গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপনার স্মার্টফোনে MyLab Coviself অ্যাপটি ডাউনলোড করুন, যদি আপনি CoviSelf COVID-19 Antigen Test pouch ব্যবহার করেন।
- pre-filled extraction tube টি নিন। টেবলের উপর আলতে করে ঠুকে নিন। দেখে নিন লিক্যুইট যেন টিউবের নিচেই থাকে।
- ক্যাপটি খুলে ফেলুন এবং টিউবটি আপনার হাতে ধরে রাখুন।
- sterile nasal safe swab টি বের করে আনুন। এর একদিন প্লাস্টিক এন্ড, আরেক দিন সোয়্যাব এন্ড। সোয়াব যেদিক দিয়ে সংগ্রহ করবেন, সেদিকটি স্পর্শ করবেন না।
- সতর্ক ভাবে আপনার উভয় নাসারন্ধ্রে 2-4 সেমি পর্যন্ত sterile nasal safe swab টি ঢোকান।
- প্রতি নাসারন্ধ্রে পাঁচবারঘুরিয়ে ঘুরিয়ে সোয়াব নিন।
- এবার pre-filled extraction tube এ সেটি ঢুকিয়ে দিন।
- দেখবেন ভাল করে, swab যেন তরলের মধ্যে ঠিক ঠাক মেশে।
- নাক থেকে স্যাম্পেল যেটি দিয়ে সংগ্রহ করলেন, তা ব্রেক পয়েন্ট দেখে ভেঙে ফেলুন।
- ক্যাপ দিয়ে টিউবটি ঢেকে দিন।
- পরীক্ষার কার্ড নিন এবং এবার মিশ্রণের দু ফোঁটা দিন।
- ফলাফলের জন্য ১৫ মিনিট জন্য অপেক্ষা করুন।
ICMR’র গাইডলাইন অনুযায়ী,
- র্যাপিড অ্যান্টিজেন কিটে কেউ পজিটিভ হলে, তাঁর RTPCR রিপোর্টও পজিটিভ আসবে।
- কেউ নেগেটিভ হলে, তিনি RTPCR পরীক্ষায় পজিটিভ হতে পারেন।
- বিশেষজ্ঞদের মতে, ওমিক্রনের ক্ষেত্রেও কোভিড টেস্টিং র্যাপিড অ্যান্টিজেন কিট সমানভাবে কার্যকারী।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Continues below advertisement
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে