মস্কো: কোভিড রুখতে কার্যকারিতার প্রমাণ আগেই দিয়েছে রাশিয়ার কোভিড টিকা স্পুটনিক। কোভিড সংক্রমণ ঠেকাতে দুই ডোজের ওই কোভিড টিকা যথেষ্ট কার্যকরী বলে দবি করেছেন গবেষকদের একাংশ। এবার সামনে এল নতুন তথ্য। যাঁরা এইচআইভি আক্রান্ত, তাঁদের স্পুটনিকের টিকা দিলে কোভিডের বিরুদ্ধে যথেষ্ট সুরক্ষাবর্ম পাওয়া যায় বলে দাবি করলেন গবেষকরা। নতুন এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ল্যানসেটে (The Lancet)।
কাদের উপর গবেষণা:
এইচআইভি আক্রান্তদের ক্ষেত্রে কোভিড টিকা কতটা কার্যকরী, তা বুঝতে এটাই প্রথম গবেষণা বলে জানাচ্ছেন গবেষকরা। রাশিয়াতে হয়েছে গবেষণা। মস্কোর ২৪ হাজার জন এইচআইভি আক্রান্তদের উপর পরীক্ষা হয়েছে। ওই আক্রান্তদের অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (antiretroviral therapy) চলছে। তাঁদের উপর স্পুটনিকের কার্যকারিতা ৭৯ শতাংশ। জানাচ্ছেন গবেষকরা।
কারা করেছে গবেষণা:
গামালেয়া সেন্টার (Gamaleya Center) এবং মস্কো সিটি সেন্টার ফর এডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (Moscow City Center for AIDS Prevention and Control)-একসঙ্গে এই গবেষণা করেছে।
কতটা কার্যকর:
কোভিডে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরিস্থিতি ঠেকাতেও অন্তত ৯০ শতাংশ কাযর্কর স্পুটনিকের (Sputnik V) জোড়া ডোজ। এইচআইভি আক্রান্তদের ক্ষেত্রে স্বল্প থেকে মাঝারি কোভিড উপসর্গ ঠেকাতেও সফল স্পুটনিক। এই ক্ষেত্রে স্পুটনিকের কার্যকারিতা ৯৭ শতাংশেরও বেশি বলে দাবি গবেষকদের। যে সমস্ত এইচআইভি আক্রান্তদের কোভিড ডোজ দেওয়া হয়নি তাঁদের তুলনায় যাঁদের স্পুটনিকের জোড়া ডোজ (dose) দেওয়া হয়েছে, তাঁদের কোভিড মোকাবিলার ক্ষমতা অন্তত ৩.৩ গুণ বৃদ্ধি পেয়েছে।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে জানানো হয়েছিল, এইআইচআইভি আক্রান্তরা কোভিডে আক্রান্ত হলে তাঁদের মৃত্যুহার অনেকটাই বেশি। কোভিড আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থতা এবং তার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাও তুলনায় অনেক বেশি। এবার স্পুটনিক তাতে অনেকটাই লাগাম দিতে পারবে বলে দাবি গবেষকদের।