নয়াদিল্লি : করোনা থেকে বাঁচতে একমাত্র পথ টিকাকরণ। মৃত্যু এড়াতে প্রথম ডোজেই ভাকসিনের কার্যকারিতা ৯৫ শতাংশের বেশি। দ্বিতীয় ডোজের কার্যকারিতা প্রায় ৯৮ শতাংশ। দাবি কেন্দ্রের কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভি কে পালের।



তাঁর দাবি, ২০২১ সালের ১৮ এপ্রিল থেকে ১৫ অগাস্ট পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, সেকেন্ড ওয়েভে করোনায় বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ভ্যাকসিন হয়নি এমন মানুষদেরই। এই ভ্যাকসিনে ষাটোর্ধ্ব ব্যক্তিরাও যেমন উপকৃত হয়েছে, তেমনই উপকার পেয়েছেন ১৮-৫৯ বছরের মানুষরাও। 

সেই সঙ্গে তাঁর দাবি, শিশুদের ভ্যাকসিন দেওয়া হলেই যে স্কুল খোলার পরিস্থিতি তৈরি হবে, তার কোনও বৈজ্ঞানিক  ব্যাখ্যা নেই।  কোনও বিশেষজ্ঞও এমনটা বলেননি। বরং শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের ভ্যাকসিনেশন বেশি জরুরি। শিক্ষাকর্মীদের ভ্যাকসিনেশন করিয়ে দেওয়াও খুব জরুরি। বৃহস্পতিবার নীতি আয়োগের তরফে ফের একবার সতর্ক করে বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউ কিন্তু চলে যায়নি। 

আরও পড়ুন : শিশুদের টিকাকরণ হলেই যে স্কুল খোলা যাবে, এর সপক্ষে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই : কেন্দ্র




বাংলার করোনা আপডেট : (West Bengal Corona Updates)



  • রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭২৪, ৮জনের মৃত্যু

  • টানা ৯দিন কলকাতার দৈনিক সংক্রমণ একশো পার!

  • কলকাতায় একদিনে আক্রান্ত ১১৮, ২জনের মৃত্যু

  • উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১১১, ৪জনের মৃত্যু

  • নদিয়ায় একদিনে সংক্রমিত ৫৪, ১জনের মৃত্যু


দেশের করোনা আপডেট : (India Corona Update)



  • দৈনিক মৃত্যু কমলেও, একলাফে ১৪ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। 

  • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। 

  • একদিনে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ২৬৩।

  • দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৭৪৯ জনের।  আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৮১।

  • অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৯৩ হাজার ৬১৪।