রাতের আকাসে চাঁদ দেখতে গিয়ে চমকে উঠছেন? দেখছেন, রাতের আকাশে চাঁদের গায়ে যেন আরেকটা চাঁদ লেগে আছে ! আবার দেখছেন, ট্রাফিক সিগন্যালের আলো- দুটি দুটি করে। গাড়ি চালাতে গিয়ে বিভ্রম হচ্ছে ? এই সমস্যা কিন্তু অনেকের। একে বলে ডাবল ভিশন বা ডিপ্লোপিয়া । এই নিয়ে বিস্তারিত আলোচনায় দিশা আই হসপিট্যালের সিনিয়র কনসাল্ট্যান্ট ডা. মৃন্ময় দাস (Senior Consultant, Dept of Cataract and Cornea)
ডিপ্লোপিয়া ( diplopia) কী?
ডিপ্লোপিয়া হল ডাবল ভিশন , অর্থাৎ একটি জিনিস দুটি-দুটি করে দেখা। ডিপ্লোপিয়ার সমস্যায় একটি বস্তুরই দুটি চিত্র দেখা যায়। সমস্যাটা অদ্ভূত শোনালেও খুব বিরল নয়।
এই ধরনের সংস্যা সাধারণত একটি অস্থায়ী , অর্থাৎ চিকিৎসায় সেরে যায়। তবে এটি অন্য কোনও গুরুতর স্বাস্থ্য-সমস্যার লক্ষণও হতে পারে। আবার সাধারণ পাওয়ার পরিবর্তন থেকেও এই সমস্যার উদ্রেক হতে পারে। তাই যখনই এরকম কোনও সমস্যা হবে, তা দেখিয়ে নেওয়া দরকার।
মনোক্যুলার ও বায়নোক্যুলার ডিপ্লোপিয়া ( Monocular vs. binocular diplopia ) : যদি ডাবল ভিশনের সমস্যাটি এক চোখে হয় তাহলে তাকে মনোক্যুলার বলা হয়। আর যদি দু চোখ খুলেও একই বস্তু দুটি করে দেকেন, তাহলে তাকে
বাইনোকুলার ডিপ্লোপিয়া বলে। আপনি যখন একবারে একটি মাত্র চোখ দিয়ে দেখছেন, তখন কোনও একটি চোখে এই সমস্যা হচ্ছে, তখন তাকে মনোকুলার ডিপ্লোপিয়া বলা হয়।অনেক সময় মনে হয়, একটি জিনিসের পাশে বা তলা. আরেকটির ছায়া পড়েছে। দুই চোখ খোলা রেখে দুটো করে দেকলে বাইনোকুলার ডিপ্লোপিয়া হয়।
মনোকুলার ডিপ্লোপিয়ার সমস্যা খুব কমন। সাধারণত কম গুরুতর। বাইনোকুলার ডিপ্লোপিয়া সাধারণত চোখের সমস্যা ছাড়াও গুরুতর অন্তর্নিহিত অবস্থার কারণে ঘটে থাকতে পারে।
ডিপ্লোপিয়ার লক্ষণগুলি কী কী?
দুটি করে দেখা ছাড়াও, ডিপ্লোপিয়ার অন্যান্য লক্ষণ থাকতে পারে। যেমন -
- মাথা ব্যথা
- বমি বমি ভাব (পেট খারাপ বা অসুস্থ বোধ)
- মাথা ঘোরা
- চোখে ব্যথা
- এক বা উভয় চোখে ঝাপসা বা অস্পষ্ট দৃষ্টি।
মনোক্যুলার ডিপ্লোপিয়া ( Monocular diplopia )
- ক্যাটারাক্টের সমস্যা
- ড্রাই আইয়ের সমস্যা বা চোখের জল শুকিয়ে যাওয়ার সমস্যা
- ভুল পাওয়ারের চশমা বা কনট্যাক্ট লেন্সের সমস্যা
- আইরিশের সমস্যা
বায়নোক্যুলার ডিপ্লোপিয়া (binocular diplopia ) - চোখের অ্যালাইনমেন্টের সমস্যা
- ক্র্যানিয়াল নার্ভের প্যারালিসিসের সমস্যা
- প্রেসার সুগার সংক্রান্ত কোনও কিছু সমস্যা হলে
- ব্রেন স্ট্রোক
ডিপ্লোপিয়া প্রতিরোধ করা যায় ?
ডাবল ভিশনের প্রতিরোধ করার কোন উপায় নেই, তবে আপনার চোখের যত্ন নেওয়া সম্ভব। চোখের স্বাস্থ্য ভালো রাখতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:
- প্রয়োজনে এক চোখ প্যাচিং করা যেতে পারে।
- প্রয়োজনে নিউরোলজিস্টের পরামর্শ নিতে হতে পারে।
- প্রয়োজনে চোখের পেশির অপারেশনও করতে হতে পারে।
ধূমপান করবেন না।
সারা দিন কম্পিউটার বা মোবাইল স্ক্রিনের দিকে তাকানো থেকে আপনার চোখকে বিরতি দিন।
কম্পিউটারে কাজ করার সময় উপযুক্ত চশমা পড়ুন।
প্রতি এক থেকে দুই বছরে চোখের পরীক্ষা করান।