COVID-19 India:  দেশে করোনা-গ্রাফের ( Coronavirus Graph )  ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ফের ২ হাজার ছুঁইছুঁই। বাড়ল দৈনিক মৃত্যুর  (Corona Daily Death ) সংখ্যাও।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,



  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত (Corrona Affected ) হয়েছেন ১ হাজার ৮২৯ জন।

  • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৫৬৯।

  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩ জনের।

  • গতকাল দৈনিক মৃত্যুর ( Corona Daily Death) সংখ্যা ছিল ১৯। 

  • এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ২৯৩ জনের।

  • মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ২৭ হাজার ১৯৯।  











দেশে মঙ্গলবারের বুলেটিন অনুসারে, আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমে। তবে তা ছিল দেড়হাজারের ওপরেই। কিছুটা কম ছিল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেনন ১ হাজার ৫৬৯ জন। তার আগের দিন  দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২০২। তবে তার তেকে পরপর ২ দিন আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমে গিয়েছে। মঙ্গলবার প্রকাশিত বুলেটিন অনুসারে, তার আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছিল ১৯ জনের, দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৭।