নয়াদিল্লি : দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫৩। ব্রিটেনে লাফিয়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণ। একদিনে আক্রান্ত ১২ হাজার ১৩৩ জন। এই নিয়ে ব্রিটেনে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৭ হাজার ১০১। এই উদ্বেগ বাড়াল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) এর কর্ণধার ডঃ রণদীপ গুলেরিয়ার সাবধানবাণী।
রবিবার গুলেরিয়া বলেন, যুক্তরাজ্যে ক্রমবর্ধমান COVID-19। এই পরিস্থিতিতে, ভারতকে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। তিনি যোগ করেন, "আমাদের প্রস্তুত থাকা উচিত এবং আশা করি পরিস্থিতি UK র মতো খারাপ হবে না। আমাদের ওমিক্রন নিয়ে আরও তথ্যের প্রয়োজন। যখনই বিশ্বের অন্যান্য জায়গায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়, তখন আমাদের এটি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। ঘটনা। এএনআই সূত্রে খবর, গুলেরিয়া বলেন, সমস্যায় হঠাৎ করে পড়ার থকে প্রস্তুত থাকা ভাল।
আরও পড়ুন :
ওমিক্রন থাবা? দিল্লিতে ফের রেকর্ড হারে বাড়ল করোনা
COVID-19-এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রথমে ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় ধরা পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র মতে,ওমিক্রন B.1.1.529 সংক্রমণটি এই বছরের ৯ নভেম্বর সংগৃহীত একটি নমুনায় পাওয়া যায়৷
ব্রিটেনে লাফিয়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণ। একদিনে আক্রান্ত ১২ হাজার ১৩৩ জন। এই নিয়ে ব্রিটেনে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৭ হাজার ১০১। এই উদ্বেগের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণও। গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে সংক্রমিত ৮২ হাজার ৮৮৬ জন। এই পরিস্থিতিতে বাড়ছে আতঙ্ক ভারতেও।
দিল্লিতে রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হলেন করোনাভাইরাসে। পরিসংখ্যান অনুযায়ী, রবিবার একদিনে ১০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৭ জুনের পর যা সর্বোচ্চ। একজনের মৃত্যু হয়েছে। রাজধানীর স্বাস্থ্য বিভাগের তরফে বলা হয়েছে, কোভিড-১৯ এ পজিটিভিটির হার ০.১৭ শতাংশ হয়েছে। ২৭ জুনের পর এত রোগী একসঙ্গে আক্রান্ত হল কোভিডে।