নয়াদিল্লি: দেশে কোভিড-গ্রাফে (COVID) কিছুটা স্বস্তি। ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ।


স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Heath) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Coronavirus) মৃত্যু হয়েছে ৪৯২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৪১। দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯২০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩০ হাজার ৭৫৭। 







এখনও পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১০ হাজার ৯০৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৭ লক্ষ ৮০ হাজার ২৩৫।


সারা বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৮ লক্ষ ৬১ হাজার ১০৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪১ কোটি ৯৩ লক্ষ ৭ হাজার ২০৭।


এদিকে, রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ। গতকাল রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪৬৭ জন। এই নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০,১২,৪৭৫ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গতকাল রাজ্যে করোনায় অ্য়াক্টিভ রোগীর সংখ্যা ৮,৭৭৮ জন। যা বুধবারের তুলনায় ৯১৫ জন কম। 


পাশাপাশি এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। বুধবারের তুলনায় গতকাল সামান্য কমেছে করোনায় মৃতের সংখ্যা। বুধবার রাজ্যে করোনায় মৃত্যু হয়েছিল ১৮ জন। গতকালের পরিসংখ্যান নিয়ে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মোট মৃত্যু হয়ছে ২১,০৯৪ জনের। গতকাল রাজ্যে করোনা সংক্রণমুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১,৩৬৭ জন। গতকাল রাজ্যে সুস্থতার হার ছিল ৯৮.৫২ শতাংশ।