Lactose Tolerance In Child : ল্যাকটোজ ইনটলারেন্স একটি অসুখ, যখন দুধ বা দুধজাতীয় খাবার শরীরে সহ্য হয় না। আর শিশুদের বেশিরভাগের ক্ষেত্রেই দুধটা প্রধান খাবার। অনেক বাচ্চারই দুধ সহ্য না হওয়ার ফলে সমস্যা সৃষ্টি হয়। এক্ষেত্রে বাচ্চার খারাপ গন্ধযুক্ত মল হয়। কোনও কোনও সময় পেট ব্যথাও করে। ফলে বাচ্চা খুবই ঘ্যান ঘ্যান করে। তখনই চিন্তা হয় অভিভাবকের। খাবার হজম করতে সমস্যা তৈরি হয়। শুধু ছোটদের নয়, বড়দেরও এই ধরনের সমস্যা হতে পারে। তবে ছোটরা যেহেতু অনেক সময় অসুবিধেটা বোঝাতে পারে না, তাই ওদের ক্ষেত্রে বিষয়টা চিন্তার। কী করবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাস প্রসূন গিরি ( Dr Prabhas Prasun Giri )
ক্ষুদ্রান্ত্রের মধ্যে যে ল্যাকটেজ এনজাইম ( Lactase Enzyme ) তৈরি হয়, তা দুধজাতীয় খাবার হজম করাতে সাহায্য করে। এই ল্যাকটেজ এনজাইম কম হলে এই সমস্যা তৈরি হয়। ল্যাকটেজ এনজাইম বংশগত কারণে বা কোনও শারীরবৃত্তীয় কারণে কম থাকতে পারে। আবার কখনও কখনও ডায়রিয়া হওয়ার পরও এই সমস্যা দেখা যায়। তখন দুধজাতীয় খাবার ক্ষুদ্রান্ত্রে ডাইজেস্ট না হয়ে বৃহদন্ত্রে চলে যায়। সেখানে গিয়েই ঘটে বিপত্তি। তারপরই শুরু হয় পেট ব্যাথা , বমি।
- ডায়রিয়া
-বেশি মল ত্যাগ
- দুর্গন্ধযুক্ত মল হওয়া
-পেট ফুলে যাওয়া
এই সমস্যায় কী করণীয় (Treatment)
- যদি কারও একেবারেই দুধজাতীয় খাবার হজম না হয়, তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাদ দিতে হবে দুধ ও দুধজাত খাবার। এছাড়াও বাইরে থেকে Lactase Enzyme ক্যাপসুল খাওয়া যেতে পারে। কতটা খাবেন, কী ডোজে তা ঠিক করে দেবেন চিকিৎসকরা।
কী কী পরীক্ষা করে চিকিৎসকরা নিশ্চিত হতে পারেন, বাচ্চার ল্যাকটোজ ইনটলারেন্স হয়েছে কি না।
- মলের পরীক্ষা
- হাইড্রোজেন ব্রিদ টেস্ট ( Hydrogen Breath Tests )