India COVID-19  : দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তবে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৯৪ জন। 




    • সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৮৪। 

    • সোমবার ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের।

    • সোমবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১০। 

    • এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭৭৭ জনের।

    • মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩২ লক্ষ ৩৬ হাজার ৬৯৫।















এ রাজ্যেও বাড়ছে সংক্রমণ  



  • রাজ্যে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। প্রায় ৩ মাস পর, ফের দৈনিক সংক্রমণের সংখ্যা ১০০ পার। কলকাতায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

  • দীর্ঘ তিন মাস পর, ফের রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ একশো’র গণ্ডি ছাড়াল। স্বাস্থ্য দফতরের শনিবারের হেল্থ বুলেটিন বলছে, ২৪ ঘণ্টায়, রাজ্যে সংক্রমিত ১৩৯ জন। হেল্থ বুলেটিনের পেজে, নিউ পজিটিভ কেস টোটাল - ১৩৯। শুক্রবার সংখ্যাটা ছিল ১০৭।

  • গত ১১ মার্চ। রাজ্যে শেষবার দৈনিক করোনা সংক্রমণ ১০০-র গণ্ডি পেরিয়েছিল। সেদিন আক্রান্তের সংখ্যা ছিল ১০৬। গত দু’মাসে সর্বনিম্ন সংক্রমণ ছিল ১৬ এপ্রিল। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৩। অর্থাত্‍, মাঝে দু’মাসে করোনা সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখী হলেও, ফের মাথাচাড়া দিচ্ছে মারণ ভাইরাস।