লন্ডন : মারণ ভাইরাসে আক্রান্ত হলে একাধিক শারীরিক পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে কার্যত জানেন সকলেই, এবার আশঙ্কা বাড়িয়ে সামনে এল ল্যানসেটের নতুন সমীক্ষা। যেখানে তীব্র আশঙ্কা প্রকাশ করা হয়েছে হার্টের রোগীদের জন্য। বিখ্যাত মেডিক্যাল জার্নালে প্রকাশিত নতুন রিপোর্টের দাবি, কোভিডে আক্রান্ত হওয়ার পরের প্রথম দু'সপ্তাহে বেড়ে যায় হৃদরোগের আশঙ্কা। রিপোর্টে দাবি, মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন বা হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তিনগুণ বেড়ে যায় মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার পরের প্রথম দু'সপ্তাহে।

Continues below advertisement


গত বছর ফেব্রুয়ারি মাসের শুরু থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সুইডেনে একটি সমীক্ষা চালায় ল্যানসেট। যেখানে উঠে এসেছে এই চিন্তার তথ্য। রিপোর্টে উল্লেখ, কোভিড আক্রান্ত ৩ লক্ষ ৪৮ হাজার ৪৮১ জনের ওপর সমীক্ষা চালানো হয়েছিল। যেখানে দেখা গিয়েছে প্রথম দু'সপ্তাহের মধ্যেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৭৪২ জন। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সুইডেনের উমেয়া ইউনিভার্সিটির তথা এই সমীক্ষা রিপোর্টের সহ-লেখক ফনসেকা রডরিগেজ বলেছেন, 'সমীক্ষা চালিয়ে আমরা দেখতে পেয়েছি করোনা আক্রান্ত হওয়ার প্রথম দুই সপ্তাহের মধ্যে হৃদরোগের আশঙ্কা তিনগুণ বেড়ে যায়।'


কো-মর্বিডিটি, বয়স, লিঙ্গ, আর্থ-সামাজিক অবস্থা ভেদে আশঙ্কা সবার ক্ষেত্রেই বাড়ে বলেই সমীক্ষায় দাবি। সুইডেনের উমেয়া ইউনিভার্সিটির তথা এই সমীক্ষা রিপোর্টের অপর সহ-লেখক লোয়ানিস কাটসৌলারিস বলেছেন, 'সমীক্ষায় যে তথ্য উঠে এসেছে, তা থেকে বলা যায় হৃদযন্ত্রের অল্প সমস্যাও কাদেরও থাকলে কোভিড আক্রান্ত হওয়ার জেরে তা মারাত্মক আকার ধারণ করতে পারে।' এই রিপোর্টের মাধ্যমে ফের একবার সামনে তুলে ধরা হয়েছে ভ্যাকসিনেশনের গুরুত্বও। সমীক্ষকদের দাবি, করোনা আক্রান্ত কোনওভাবে হয়ে পড়লেও তার বিরুদ্ধে শরীরের ইমিউনিটি পাওয়ার বা অনাক্রম্যতাকে লড়াই করার শক্তি জোগায় ভ্যাকসিন। তাই শুধু করোনা থেকে বাঁচতেই নয়, মারণ ভাইরাসের থেকে তৈরি হতে পারে এমন আরও অনেক শারীরিক সমস্যা থেকে রেহাই মিলতে পারে ভ্যাকনিসেশনের সুবাদে। উল্লেখ্য, এই সমীক্ষার চূড়ান্ত রিপোর্ট পেশ করার আগে সুইডেনের পাবলিক হেলথ এজেন্সির রেজিস্টার ও ন্যাশনাল বোর্ড অফ হেলথের সঙ্গে য়াবতীয় তথ্য ক্রসলিঙ্ক করে দেখা হয়েছে।