করুণাময় সিংহ, মালদা : মালদা মেডিক্যালে আরও ২ শিশুর মৃত্যু (Child Death)হল জ্বরে আক্রান্ত হয়ে। এই নিয়ে জেলায় ৩ দিনে ৫ শিশুর মৃত্যু হয়। বৃহস্পতিবার জ্বর (Fever), শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল শিশুটি।
জানা গেছে, মৃত এক শিশুর বাড়ি ঝাড়খণ্ডের রাজমহলে। ‘আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ায় মেলেনি চিকিৎসার সুযোগ’ দাবি মালদা মেডিক্যাল কলেজ (Malda Medical College)হাসপাতাল কর্তৃপক্ষের। জ্বরেই মৃত্যু হয়েছে ২ শিশুর, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন :
কোভিড নয় অথচ প্রবল জ্বর-শ্বাসকষ্ট, নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা, বাঁচার উপায় কী?
বৃহস্পতিবার, জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ৩ শিশুর মৃত্যু হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বুধবার হাসপাতালে ভর্তি করা হয় ৩ শিশুকে। সেদিনই ২ জনের মৃত্যু হয়। আরও এক শিশুর মৃত্যু হয় বুধবার সকালে। চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তোলে মৃত শিশুর পরিবার। গাফিলতির অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুদের অসুস্থতার কারণ খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
অন্যদিকে, জ্বরে আক্রান্ত হয়ে কাতারে কাতারে শিশু ভর্তি হচ্ছে কোচবিহারের হাসপাতালেও। মঙ্গলবার হাসপাতালে ভর্তি ছিল ৪০ জন শিশু। বৃহস্পতিবার সংখ্যাটা পৌঁছে যায় ৮০তে! মাত্র ৪৮ ঘণ্টায়, কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে অসুস্থ শিশুর সংখ্যা বেড়ে হয় দ্বিগুণ। জ্বর, শ্বাসকষ্ট, পেটের সমস্যা নিয়ে শিশুদের ভিড় বাড়ছে চাইল্ড ওয়ার্ডে। কেউ সদ্য একমাস পৃথিবীর আলো দেখেছিল। কেউ বা পাঁচ মাস। তারই মধ্যে জ্বর কেড়ে নিল প্রাণ। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, থেকে কলকাতা, জ্বরে আক্রান্ত শিশুদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে! চারদিকে আতঙ্ক-উদ্বেগ। হাসপাতালে উপচে পড়ছে ভিড়! শিশুদের মধ্যে এই জ্বর থাবা বসিয়েছে পশ্চিমেও। পুরুলিয়া, পশ্চিম বর্ধমানেও আতঙ্ক বাড়াচ্ছে জ্বর।
আক্রান্ত শিশুদের পরিস্থিতি হয়ে উঠছে ভয়ঙ্কর। চিকিৎসকরা তাই বারবার বলছেন, জ্বর হলে ফেলে না রেখে, দ্রুত শিশুকে চিকিৎসকদের কাছে নিয়ে যেতে। ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ-এর পিআইসিইউ ইনচার্জ প্রভাসপ্রসূণ গিরি জানালেন, ' জ্বর অনেকের হচ্ছে। মুশকিল হল, এই জ্বরের উপসর্গ একেবারে করোনার মতো। বাবা- মায়েরা বুঝে উঠতে পারছেন না। স্ক্রাব টাইফাস, ইনফ্লুয়েঞজা, সব ক্ষেত্রেই এক উপসর্গ। তাই চিকিত্সা শুরুতে দেরি হচ্ছে। এর ফলেই বাড়ছে সমস্যা'