নয়াদিল্লি: অল্পবয়সিদের মধ্যেই ক্যান্সারের ঝুঁকি বেশি বলে এবার উঠে এল গবেষণায়। বিশেষ করে Millennials এবং Gen X-দের মধ্যে ১৭ ধরনের ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে। Lancet Public Health-এ প্রকাশিত রিপোর্টে এমন দাবি করা হয়েছে। বলা হয়েছে, ১৯৯০ সালে নাগাদ জন্ম যাঁদের, আগের প্রজন্মের তুলনায় তাঁদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। (Cancer Report 2024)


আমেরিকার ক্যান্সার সোসাইটি (ACS) এবং কানাডার University of Calgary-র গবেষকরা ২ কোটি ৪০ লক্ষ মানুষের শরীরে বাসা বাঁধা ৩৪ ধরনের ক্যান্সার নিয়ে গবেষণা চালান। ১৯২০ থেকে ১৯৯০ সালের মধ্যে জন্মগ্রহণ করা, ২৫ ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে যে ৭০ লক্ষ মানুষ মারা গিয়েছেন, তাঁদের মৃত্যু নিয়েও গবেষণা চলে। সেই রিপোর্টই প্রকাশিত হয়েছে Lancet Public Health-এ। (Lancet Public Health)


ওই রিপোর্টে বলা হয়েছে, ১৯৯০ সালে জন্ম যাঁদের, আগের প্রজন্মের তুলনায় তাঁদের জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ১২ শতাংশ বেশি। ১৬৯ শতাংশ বেশি ঝুঁকি এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের। এমনকি থাইরয়েড ক্যান্সার, অগ্ন্যাশয়ের ক্যান্সার, কিডনির ক্যান্সার,রেনাল পেলভিস ক্যান্সার, স্মল ইন্টেস্টাইন ক্যান্সারের ঝুঁকিও বেশি ১৯৯০ সালে জন্মগ্রহণকারীদের মধ্যে।


https://www.thelancet.com/journals/lanpub/article/PIIS2468-2667(24)00156-7/fulltext বিশদ রিপোর্ট।


অল্পবয়সি মহিলাদের মধ্যে এন্ডোমেট্রিয়াল, লিভার এবং ইন্ট্রাহেপ্যাটিক পিত্তনালি ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বেশি। পিত্তথলি, টেস্টিকুলার, কোলোরেক্টাল ক্যান্সারে মারা যাওয়ার ঝুঁকিও বেশি এঁদের।  ১৯৮১ থেকে ১৯৯৬ সালের মধ্যে জন্মেছেন যাঁরা, তাঁদের Millennials এবং ১৯৬৫ থেকে ১৯৮০ সালের মধ্যে জন্মগ্রহণকারীদের Gen X বলা হয়। 


বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে, ২০২০ সালে প্রায় ২ কোটি মানুষ ক্যান্সারে আক্রান্ত হন। ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে মারা যান ৯ লক্ষ ৭০ হাজার মানুষ। পৃথিবীতে বর্তমানে, মহিলাদের মধ্যে ফুসফুসের ক্যান্সার, স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি। পাশাপাশি, কোলোরেক্টাল ক্যান্সাল, প্রস্টেট ক্যান্সার এবং স্টমাক ক্যান্সারও বৃদ্ধি পাচ্ছে। 


অল্পবয়সিদের মধ্যে ক্যান্সারের ঝুঁকি যে বেশি, তা আগেই জানিয়েছিলেন বিজ্ঞানীরা। নয়া গবেষণায় আট ধরনের নতুন ক্যান্সারের নাম নথিবদ্ধ করা হয়েছে। সেই তালিকায় রয়েছে কার্ডিয়া ক্যান্সার, যা এক ধরনের স্টমাক ক্যান্সার। মহিলাদের মধ্যে বাড়ছে লিভার ক্যান্সার। মহিলাদের মধ্যে বাড়ছে Non-HPV-Associated Oral Cancer, Pharynyx Cancer-ও. পায়ুদ্বারের ক্যান্সার, Kaposi Sarcoma ক্যান্সার বাড়ছে পুরুষদের মধ্যে।


অল্পবয়সিদের মধ্যে ক্যান্সারের ঝুঁকি কেন বেশি, নির্দিষ্ট ভাবে তা চিহ্নিত করা না গেলেও, ঝুঁকিপূর্ণ শৈশব এবং কৈশোরের উল্লেখ করেছেন গবেষকরা। পাশাপাশি, দূষণ, পরিবেশজাত বিষাক্ত উপাদান শরীরে প্রবেশ, স্থূলতা, শারীরিক ভাবে কম সক্রিয় হওয়া, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, অনিদ্রাকে দায়ী করেছেন তাঁরা। 


আরও পড়ুন: Chia Seeds Health Benefits: ট্রেন্ডে গা-ভাসিয়ে খাচ্ছেন চিয়া সিডস, ঠিক করছেন কি? কারা খাবেন, কারা খাবেন না? বললেন চিকিৎসক