কলকাতা: সম্প্রতি কেরলে এক ব্যক্তির মধ্যে এই মাঙ্কি ফিভারের (Monkey Fever) লক্ষণ দেখা গিয়েছে। জানা যাচ্ছে, কেরলের থিরুনেল্লি গ্রাম পঞ্চায়েতের ২৪ বছর বয়সী এক ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে, মাঙ্কি ফিভার নামে পরিচিত এই ভাইরাস ক্যাসানুর ফরেস্ট ডিজিজ নামেও পরিচিত। এটি এক ধরনের মরসুমি জ্বর। কিন্তু দেশের দক্ষিণের অঞ্চলে এই রোগ এক সময় মহামারীর আকার নিয়েছিল। চলতি বছর কেরলে এই রোগে প্রথম আক্রান্তের সন্ধান মেলে। ইতিমধ্যেই কেরলের স্বাস্থ্য আধিকারিকদের পক্ষ থেকে এই রোগ সম্পর্কে সচেতনতা জারি করা হয়েছে। সারা দেশে করোনার তৃতীয় ঢেউয়ে প্রতিদিন বহু মানুষ সংক্রমিত হচ্ছে। কেরলে মাঙ্কি ফিভারে আক্রান্তের হদিশ পাওয়া যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে সমগ্র দেশের স্বাস্থ্য মহলে।


কোন লক্ষণ দেখে বুঝবেন মাঙ্কি ফিভার দেখা দিয়েছে- (Monkey Fever Symptoms)
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাঙ্কি ফিভার দেখা দিলে জ্বরের সঙ্গে মাথা যন্ত্রণা, নাক, মাড়ি, গলা থেকে রক্তপাত হতে পারে। রক্তচাপ আচমকা কমে যেতে পারে। মাঙ্কি ফিভার দেখা দিলে রক্তে প্লেটলেটের মাত্রাও কমে যেতে পারে। এছাড়াও আরও যে যে লক্ষণ দেখা দেয়-
১. মাথা ঘোরা
২. বমি
৩. পেশি শক্ত হয়ে যাওয়া
৪. মানসিক অস্থিরতা
৫. দৃষ্টিশক্তি কমে যাওয়া বা ঝাপসা হয়ে যাওয়া
৬. মাথায় প্রবল যন্ত্রণা
৭. শরীরে অসম্ভব যন্ত্রণা


আরও পড়ুন - Monkey Fever Kerala: করোনা অতিমারির মধ্যে এবার চিন্তা বাড়াচ্ছে মাঙ্কি ফিভার


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাঙ্কি ফিভারের কোনও লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কারণ, অত্যধিক বাড়াবাড়ি হলে এই অসুখ প্রাণঘাতীও হতে পারে। এছাড়া রোগীকে প্রচুর পরিমাণে জল এবং জলজাতীয় খাবার খাওয়ানো প্রয়োজন।


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।