নয়াদিল্লি: কোনও মা নোভেল করোনাভাইরাস আক্রান্ত হলেও শিশুকে স্তন্যপান করাতে পারবেন বলে জানিয়ে দিল কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রক। করোনা নিয়ে যেসব স্বাস্থ্যকর্মী বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন, তাঁরা যেন এটা মায়েদের বোঝানোর উপরে জোর দেন, তা-ও বলা হয়েছে। কেউ করোনা আক্রান্ত হলেও মাতৃদুগ্ধে তা সংক্রমিত হয় না। সদ্যোজাত ও শিশুদের ক্ষেত্রে মাতৃদুগ্ধের কোনও বিকল্প নেই বলে মনে করিয়ে দিয়েছে মন্ত্রক।
করোনা-কালে মাতৃদুগ্ধ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত নির্দেশিকা যেন সর্বত্র মেনে চলা হয়, সে কথাও বলেছে তারা।


মায়েদের উদ্বেগ নিরসন করে মন্ত্রক জানিয়েছে, অ্যামনিওটিক ফ্লুইড অর্থাৎ বুকের দুধের মধ্যে কোনওভাবে করোনা ভাইরাস সংক্রমিত হয় না। ফলে এ নিয়ে অযথা উদ্বেগ বা ভুল বিশ্বাসের বশবর্তী হওয়ার প্রয়োজন নেই। মন্ত্রকের টুইট, ‘‘শিশুকে দুধ খাওয়ানোর আগে ভাল করে সাবান দিয়ে হাত ধুতে বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে। স্বাস্থ্যকর্মীরা যাঁরা বিভিন্ন এলাকায় কাজ করছেন, তাঁরা মায়েদের ভাল করে বোঝান। করোনা হলে মাতৃদুগ্ধ পানের ক্ষেত্রে যে কোনও বিপদ নেই, সেটা বোঝাতে হবে।’’ সদ্যোজাত ও শিশুদের ক্ষেত্রে মায়ের দুধের কোনও বিকল্প নেই। শিশুদের রোগ প্রতিরোধে এটি অপরিহার্য, ফলে কোনও ভুল ধারণায় মায়েরা যেন না ভোগেন বলে সতর্ক করেছে মন্ত্রক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানিয়েছে, মাতৃদগ্ধ থেকে করোনা সংক্রমণের উদাহরণ প্রায় নেই বললেই চলে। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে এ কথা জানিয়েছে হু। ফি বছর ১ অগস্ট থেকে ৭ অগস্ট পর্যন্ত মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়ে থাকে। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ছয় মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ খায়, জনগনকে সচেতন করতে অগস্টের প্রথম সপ্তাহে নানা প্রচারসূচি নেওয়া হয়।