নয়াদিল্লি: মিষ্টি পানীয়তে ক্যান্সারের ঝুঁকি রয়েছে মহিলাদের। নয়া গবেষণায় এমনই তথ্য় উঠে এল এবার। বলা হয়েছে, ধূমপান করেন না, মদ্যপান করেন না, কিন্তু মিষ্টি পানীয় বা সফ্ট ড্রিঙ্কস গলা ঢালেন নিয়মিত, এমন মহিলাদের মুখের ক্যান্সারের ঝুঁকি বেশি। দিনে যদি একবারও মিষ্টি পানীয় গলা ঢালেন, সেক্ষেত্রে যাঁরা মিষ্টি কিছু পান করেন না, তাঁদের তুলনায় মুখের ক্য়ান্সারের ঝুঁকি পাঁচ গুণ বেড়ে যায়। (Oral Cancer Linked to Sugary Drinks)


ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের তরফে নয়া গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। High Sugar-Sweetened Beverage Intake and Oral Cavity Cancer in Smoking and Non Smoking Women শীর্ষক ওই গবেষণাপত্রে বলা হয়েছে, মহিলাদের মধ্য়ে Oral Cavity Cancer ক্রমশ বাড়ছে। বিশেষ করে অল্পবয়সি মহিলা, যাঁরা ধূমপান করেন না, মদ্যপান করেন না, অন্য কোনও ঝুঁকিও নেই, তাঁদের মধ্যে Oral Cavity Cancer বেড়েই চলেছে। এর জন্য তাঁদের ডায়েটকেই দায়ী করেছেন বিজ্ঞানীরা। (Oral Cavity Cancer)


একসময় Oral Cavity Cancer বয়স্ক পুরুষদের মধ্যেই বেশি দেখা যেত। তামাক সেবন, মদ্যপান, সুপারি চিবানোকে তার জন্য দায়ী করা হতো। কিন্তু স্বাস্থ্য় সচেতম মানুষজন ধীরে ধীরে তামাকসেবন কমিয়ে দিয়েছেন। তার পরও Oral Cavity Cancer-এর প্রকোপ যে হারে বেড়ে চলেছে, তাতে ডায়েটের ভূমিকা রয়েছে বলে মত বিজ্ঞানীদের। বিশেষ করে মহিলাদের মধ্যে Oral Cavity Cancer বৃদ্ধিতে মিষ্টি পানীয়কে দায়ী করছেন তাঁরা।


২০২০ সালে ৩ লক্ষ ৫৫ হাজারের বেশি রোগীর শরীরে Oral Cavity Cancer ধরা পড়ে। এর মধ্যে ১ লক্ষ ৭৭ হাজার জনের মৃত্যু হয়। আক্রান্তদের অধিকাংশই ধূমপান করতেন না। তাঁদের বয়সও তুলনামূলক অল্প। সেই নিয়ে গবেষণায় মিষ্টি পানীয়, সফ্ট ড্রিঙ্কের সঙ্গে মুখের ক্যান্সারের সংযোগ ধরা পড়েছে। এর আগে মিষ্টি পানীয়ের সঙ্গে কোলোরেক্টাল এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ক্যান্সারের সংযোগ পাওয়া গিয়েছিল। মস্তিষ্ক এবং ঘাড়ের ক্যান্সারে মিষ্টি পানীয়র সংযোগ নিয়ে এতদিন গবেষণা হয়নি। এবার তাতেই চাঞ্চল্যকর তথ্য সামনে এল। 


JAMA Otolaryngology-Head & Neck Surgery জার্নালে চিকিৎসক ব্রিট্যানি বার্বার জানিয়েছেন, মুখের ক্যান্সার নিয়ে গবেষণায় নতুন দিগন্তের উন্মোদন হল। তাঁর বক্তব্য, "স্তন এবং কোলন ক্যান্সারের তুলনায় মুখের ক্যান্সার কমই দেখা যায়। কিন্তু যে সমস্ত মহিলা ধূমপান করেন না, মদ্যপান করেন না, তাঁদের মধ্যেও Oral Cavity Cancer বাড়ছে।" পুরুষদের শরীরে মিষ্টি পানীয়র কী প্রভাব, তা নিয়ে পৃথক গবেষণার প্রয়োজন রয়েছে বলেও মনে করছেন বিজ্ঞানীরা।