সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, কলকাতা : বড়দিন কাটিয়ে নতুন বছরের অপেক্ষায় গোটা বিশ্ব। কিন্তু, এই উত্‍সবের আবহেও আতঙ্কের নাম একটাই।  ওমিক্রন (omicron)। যাকে অনেকে বলছেন ভ্যারিয়েন্ট অফ কনসার্ন। ইতিমধ্যে এরাজ্যেও ৬ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। মাইক্রো বায়োলজিস্ট অরিন্দম চক্রবর্তী জানালেন, করোনার এই ভ্যারিয়েন্ট খুবই সংক্রামক। দ্রুত ছড়ায়। তাই ভয় থেকেই যাচ্ছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। করোনা ভাইরাস থাবা বসিয়েছে BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের শরীরে। 


কিন্তু, করোনা আক্রান্ত হলে, ওমিক্রন কিনা, সেটা পরীক্ষার আগে বোঝার কি কোনও উপায় আছে? বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসের ভ্যারিয়েন্ট বদলের সঙ্গে সঙ্গে, বদলে যাচ্ছে উপসর্গও। 
বিশেষজ্ঞরা বলছেন ওমিক্রনের ক্ষেত্রে নতুন একটি উপসর্গ দেখা গিয়েছে, তা হল 



স্বাদ বা গন্ধের অনুভূতি চলে যাওয়ার মতো উপসর্গ ওমিক্রন আক্রান্তদের মধ্যে দেখা যাচ্ছে না। ভারতে দিন দিন বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে পর্যন্ত এখনও পর্যন্ত ২১ জায়গায় ওমিক্রনের সংক্রমণ হয়েছে। 


এই মুহূর্তে দেশে ৬৫৩ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৮১। দিল্লিতে সবথেকে বেশি ২৪৮ জন আক্রান্ত। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৬৭।
আফ্রিকার দেশগুলির পাশাপাশি ইংল্যান্ডে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। এক সপ্তাহ ধরে, প্রতিদিন গড়ে ১ লক্ষের বেশি মানুষ করোনা আক্রন্ত হয়েছেন সেদেশে। আমেরিকায় শিশুদের মধ্যে করোনা সংক্রমণের হার বেড়েছে প্রায় ৩৫ শতাংশ।