কলকাতা: যত দিন যাচ্ছে করোনাভাইরাসের (Coronavirus) নতুন নতুন রূপ দেখা দিচ্ছে। গত দুটো বছর ধরে করোনা (Covid19) অতিমারির প্রকোপে নাজেহাল গোটা বিশ্ব। কখনও ডেল্টা (Delta), কখনও ওমিক্রন (Omicron), কখনও ফ্লোরোনা (Florona) ভ্যারিয়েন্টে সংক্রমণ ছড়াচ্ছে করোনাভাইরাস। সম্প্রতি ফ্রান্সে ধরা পড়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ইহু (IHU)। তাই সাবধান থাকা এই পরিস্থিতিতে খুবই জরুরি। করোনার সঙ্গে পাল্লা দিয়ে সারা বিশ্বে সংক্রমণ ছড়াচ্ছে এমিক্রন। বাড়াচ্ছে চিন্তাও। ইতিমধ্যেই ভারতসহ বেশ কিছু জায়গায় বহু মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। দিন যাওয়ার সঙ্গে সঙ্গে ওমিক্রনের উপসর্গগুলিতেও নতুনত্ব আসছে। বিভিন্ন মানুষের মধ্যে আলাদা আলাদা উপসর্গ দেখা দিচ্ছে। সম্প্রতি গবেষকরা তথ্য প্রকাশ করেছেন যে, ত্বক, নখ কিংবা ঠোঁটেও বেশ কিছু উপসর্গ দেখা দিতে পারে ওমিক্রনের। তাই সেগুলো জেনে নেওয়া খুবই জরুরি।


আরও পড়ুন - New Covid 19 Variant: সন্ধান মিলল করোনার নতুন ভ্যারিয়েন্ট ইহুর, এটা কি ওমিক্রনের থেকেও ভয়ঙ্কর?


সম্প্রতি দ্য আমেরিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ট প্রিভেনশনের পক্ষ থেকে একটি তথ্য প্রকাশ করা হয়েছে। সেই তথ্যে ওমিক্রনের বেশ কিছু নতুন উপসর্গের কথা উল্লেখ করা হয়েছে। ওই তথ্যে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় ওমিক্রন আক্রান্ত ব্যক্তিদের ত্বকে, নখে কিংবা ঠোঁটে বেশ কিছু একইরকমের লক্ষণ দেখা দিয়েছে।


তথ্যটিতে বলা হয়েছে, ওমিক্রন আক্রান্ত ব্যক্তিদের ত্বক ফ্যাকাশে, ত্বকে বাদামী কিংবা নীলচেভাব দেখা দিচ্ছে। ঠোঁট এবং নখের রঙেরও পরিবর্তন দেখা দিচ্ছে। ত্বকের রঙের সঙ্গে নখ ও ঠোঁটের রঙে তফাৎ নজরে পড়ছে। মনে করা হচ্ছে, রক্তে অক্সিজেনের মাত্রা আচমকা কমে যাওয়ার কারণেই ত্বক ও নখে কিংবা ঠোঁটের রঙে এমন তারতম্য নজরে পড়ছে। এরইসঙ্গে থাকছে শ্বাস প্রশ্বাসের সমস্যা তাই এমন কোনও লক্ষণ যদি দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে পরামর্শ কিংবা ওমিক্রন পরীক্ষা করিয়ে নেওয়া প্রয়োজন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।