নয়াদিল্লি: গত দুটো বছর ধরে চলছে করোনা (Coronavirus) পরিস্থিতি। করোনার (Covid19) সংক্রমণের পাশাপাশি চিন্তার কারণ বাড়িয়েছে ইতিমধ্যেই এর বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ডেল্টা ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে। আবার এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন জায়গায় দ্রুতবেগে সংক্রমণের বাড়াচ্ছে ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই ইজরায়েলে দেখা গিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ফ্লোরোনা (Florona)। এবার ফের করোনার নতুন আর এক ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গেল। ইহু (IHU)। ফ্রান্সের মেডিটেরানি ইনফেকশন নামে এক সংস্থার গবেষকরা কোভিডের এই নতুন ভ্যারিয়েন্টের নাম ইহু রেখেছেন।


ওমিক্রনের (Omicron) বাড়বাড়ন্তের মাঝেই সন্ধান পাওয়া গেল করোনার নতুন ভ্যারিয়েন্ট (Corona New variant) ইহুর (IHU)। পিটিআই সূত্রে খবর, ফ্রান্সের মেডিটেরানি ইনফেকশন সংস্থার গবেষকদের দাবি, করোনার (Covid 19) নতুন এই ভ্যারিয়েন্টটিতে ইতিমধ্যেই ৪৬টি মিউটেশন হয়েছে। যা এখনই ওমিক্রনের তুলনায় বেশি। জানা যাচ্ছে, ফ্রান্সের (France) মার্সেইলসে ইতিমধ্যেই ১২জনের শরীরে করোনার এই নয়া রূপের দেখা পাওয়া গিয়েছে। এঁদের প্রত্যেকেরই আফ্রিকার ক্যামেরুনে যাতায়াত করে থাকেন। 


পিটিআই সূত্রে আরও জানা গিয়েছে, এখনও পর্যন্ত ফ্রান্স ছাড়া আর অন্য কোনও জায়গায় করোনার এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি। এই প্রসঙ্গে মহামারী বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং একটি টুইট করেছেন। তাতে তিনি জানিয়েছে, করোনার এরকম অনেক ভ্যারিয়েন্ট পরবর্তীতেও দেখা যেতে পারে। এর মানে এই নয় যে, এরা প্রত্যেকেই ভয়ঙ্কর রূপ নেবে। কোন ভ্যারিয়েন্টের মাধ্যমে কত এবং কী হারে সংক্রমণ ছড়াচ্ছে, তার উপর এর ভয়াবহতা নির্ভর করছে। করোনার নয়া রূপ ইহু কতটা সংক্রামক, সে সম্পর্কে এখনও পর্যন্ত গবেষকরা সঠিক কোনও তথ্য দেননি। এখনও এই ভ্যারিয়েন্ট পরীক্ষা নীরিক্ষার মধ্যে রয়েছে বলে জানা যাচ্ছে।



আরও পড়ুন - Covid Health Insurance: করোনার জন্য বিমা করা থাকলে তা কি ওমিক্রনের চিকিৎসার ক্ষেত্রেও পাবেন?