নয়াদিল্লি: করোনা-অতিমারির স্মৃতি এখনও ফিকে হয়নি। তার মধ্যে 'ডিজিজ এক্স'-র চোখরাঙানি। পরিস্থিতি যে মোটেও হেলাফেলার নয়, তা বুঝিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO On Disease X)।তাদের আগাম সতর্কবার্তা, সম্ভাব্য অতিমারির রূপ নিতে পারে 'ডিজিজ এক্স'। প্রত্যেকটি দেশকে তাই প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল তেদ্রস আধানম ঘেব্রেইয়েসুসের আশঙ্কা, কোভিড-১৯-র থেকে ২০ গুণ বেশি মারাত্মক হতে পারে 'ডিজিজ এক্স'। সময় থাকতে তাই সবকটি দেশকে একসঙ্গে 'প্যানডেমিক ট্রিটি' সই করার আহ্বান জানিয়েছেন তিনি।
কী বললেন WHO-র ডিরেক্টর জেনারেল?
আগামী মে মাসের মধ্যে বিশ্বের সব কটি দেশ এই ' কমন এনিমি'-র বিরুদ্ধে লড়াইয়ের জন্য অতিমারি চুক্তি সই করবে বলে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে আশা প্রকাশ করতে শোনা যায় ঘেব্রেইয়েসুসকে। বলেন, 'কোভিড-১৯-র সময়ে বহু মানুষকে হারিয়েছি কারণ আমরা ঠিকঠাক ভাবে পরিস্থিতি সামলাতে পারিনি। তাঁদের বাঁচানো যেত, কিন্তু যথেষ্ট পরিকাঠামো ছিল না। পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা ছিল না। তা হলে এমন একটা ব্যবস্থা কী ভাবে তৈরি করা যায় যা প্রয়োজন পড়লে ক্ষমতার পরিসর বাড়াতে পারবে?' এই মর্মে WHO-র ডিরেক্টর জেনারেলের সংযোজন, ইতিমধ্য়ে অতিমারির অভিঘাত সামলানোর জন্য তোড়জোড় শুরু করেছেন তাঁরা। আলাদা অতিমারি-তহবিল তৈরি করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় ' টেকনোলজি ট্রান্সফার হাব' বানানো হচ্ছে। তবে একই সঙ্গে ফের পুরনো সমস্যার কথাও বলেন হু-প্রধান। মনে করান, ' আর্থিক দিক থেকে উন্নত বহু দেশ প্রতিষেধক আটকে রেখেছে। বৈষম্যের এই সমস্যা দূর করতে দক্ষিণ আফ্রিকায় mRNA টেকনোলজি ট্রান্সফার হাব তৈরি করা হচ্ছে। ' কিন্তু যে 'ডিজিজ এক্স' নিয়ে অশনিসঙ্কেত দিয়েছেন হু-প্রধান, সেটি ঠিক কী?
'ডিজিজ এক্স' সম্পর্কে...
এটি নির্দিষ্ট কোনও রোগ নয়। বিশেষজ্ঞদের মতে, কোভিড-১৯ ভাইরাসের সঙ্গে মিল রয়েছে এমন একটি ভাইরাস এটি। তবে এটি চরিত্রের দিক থেকে সম্পূর্ণ নতুন হতে পারে যার অর্থ এর চেনা চিকিৎসা থাকার কথা নয়। জার্নাল 'দ্য ল্যানসেট'-এ দাবি করা হয়, ২০১৮ সালে প্রথম এই শব্দবন্ধটি ব্যবহার শুরু করেছিল 'হু'। সম্ভাব্য অতিমারি ছড়াতে পারে এমন প্যাথোজেন অর্থে শ্রেণিবিভাজন করা হয় এটির। এর দাপটে পরিস্থিতি যাতে কোভিড-১৯-র সময়ের মতো না হয়ে ওঠে, তাই আগে থেকেই সতর্কবার্তা দিলেন হু-প্রধান।
আরও পড়ুন:সুগার রোগীদের জন্য দারুণ সুখবর! এই চকোলেট খেলেই রোজ সুস্থ থাকবে শরীর