ওয়াশিংটন: সুস্থ স্বাভাবিক ব্যক্তিদের থেকে মানসিক সমস্যা রয়েছে এমন ব্যক্তিরা খুব সহজেই করোনা আক্রান্ত হবেন, সাম্প্রতিক গবেষণায় উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। গবেষকরা দেখেছেন, প্রায় দ্বিগুণ গতিতে অতিমারী সৃষ্টিকারী ভাইরাসে আক্রান্ত হচ্ছেন মানসিক রোগীরা। তাঁদের প্রাণহানির সম্ভাবনাও রয়েছে অনেকটাই৷ 


ল্যানসেট জার্নালের সাইকিয়াট্রিতে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। ২২টি দেশে ৩৩টি সমীক্ষা করা হয়েছিল ইউরোপিয়ান কলেজ অফ নিউরোসাইকোফার্মাকোলজি থেকে। কোভিড আক্রান্ত ১৪ লক্ষ ৬৯ হাজার ৭৩১ রোগীদের সঙ্গে করোনা সংক্রমিত ৪৩ হাজার ৯৩৮ জন মানসিক রোগীর মধ্যে একটি সমীক্ষা করা হয়।


আইসিতে ভর্তি একাধিক রোগীর উপরও পরীক্ষা করা হয়৷ অনেকের ক্ষেত্রে কোমর্বিডিটি সমস্যাও রয়েছে। কিন্তু এদের মধ্যেও মানসিক রোগীদের ক্ষেত্রে দেহে সংক্রমণ বেশি দ্রুত হারে ছড়িয়ে পড়ছে এমনটাই দেখা গিয়েছে। অ্যান্টিসাইকোটিক্স ওষুধ চলছে এমন মানসিক রোগীদের ক্ষেত্রে মৃত্যুহার অনেকটাই বেশি। এদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির হারও অনেক বেশি।


বেলজিয়ামের ক্যাম্পাস ডাফেল ইউনিভার্সিটি সাইকিয়াট্রিক হাসপাতালের ডা: লিভিয়া ডে পিকার এ প্রসঙ্গে বলেন, "ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের একাধিক গবেষক একসঙ্গে কাজ করেছেন এই স্টাডিতে। রিপোর্ট অনুযায়ী যাঁদের মানসিক রোগ রয়েছে তাঁদের অগ্রাধিকারের ভিত্তিতে কোভিড টিকা নেওয়া উচিত। স্বাস্থ্য ক্ষেত্রে যারা নীতি নির্ধারণ করছেন তাঁদের জন্য এই তথ্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমাদের।"


চিকিৎসক পিকারের কথায়, "আমাদের এই রিপোর্ট ভ্যাকসিনেশন ড্রাইভে অনেকটাই সাহায্য করবে। নানা দেশে টিকা স্ট্র‍্যাটেজি চলছে। প্রাথমিকভাবে ভাবা হয়েছিল যে মানসিক রোগীরা ঝুঁকির বাইরে রয়েছেন। কিন্তু আমাদের সমীক্ষা থেকে স্পষ্ট যে, এই সকল রোগীদের অগ্রাধিকার দেওয়া উচিত টিকাকরণের ক্ষেত্রে।"


ইমিউনো নিউরো সাইকিয়াট্রি নেটওয়ার্কের ডিরেক্টর এবং প্রোফেসর ম্যারিয়ন লেবোয়ের বলেন, "এটি অত্যন্ত উন্নতমানের একটি স্টাডি করা হয়েছে। বিশ্বের একাধিক গবেষকদের নিয়ে একটি একত্রিত প্রোজেক্ট যার বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে এবং তথ্যনির্ভর। কেন মানসিক রোগীদের উপর এতটা প্রভাব ফেলছে কোভিড তার পর্যবেক্ষণের জন্য আগামী দিনে বেশ কিছু কাজ বাকি রয়েছে।"