টরন্টো: ঘরে যে আলো ব্যবহার হয় তাতেই নাকি লুকিয়ে রয়েছে কোভিডের বিষ। ওই বালবই মারতে পারে কোভিড ভাইরাসকে। কাজ করে এইচআইভি ভাইরাসের বিরুদ্ধেও। এমনই চমকপ্রদ দাবি একদল গবেষকের। তবে প্রয়োজন বিশেষ প্রযুক্তি।
কারা করেছে গবেষণা?
কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টো-স্কারবোরোর (University of Toronto-Scarborough) গবেষকরা জানাচ্ছেন, UV-LED লাইটের মাধ্যমেই খতম করা যায় কোভিড ও এইচআইভি ভাইরাসকে।
কোথায় প্রকাশিত:
ভাইরোলজি জার্নাল (Virology Journal)-এ প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি। ওই বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং শিক্ষক ক্রিশ্চিনা গুজ্জো (Christina Guzzo) বলছেন, 'আমরা এমন একটি পরিস্থিতিতে রয়েছি যেখানে আমাদের সবরকম সম্ভাবনা খতিয়ে দেখতে হবে।'
কীভাবে গবেষণা:
রেডিয়েশনের মাধ্যমে ভাইরাস মারে UV light. প্রথমে ব্যাকটেরিয়াল স্পোরসের (bacterial spores) উপর পরীক্ষা করা হয়েছে। তথ্য বলছে, UV-এর সামনে রাখলে ২০ সেকেন্ডের মধ্যে ওই ব্যাকটেরিয়ার বৃদ্ধি ৯৯ শতাংশ কমে যায়।
এরপর কোভিড ভাইরাস ও এইচআইভি ভাইরাস দিয়ে ড্রপলেট তৈরি করা হয়েছে। ঠিক যেভাবে ড্রপলেটের মাধ্যমে সংক্রমণ ছড়ায়। সেরকম ড্রপলেট তৈরি করা হয়েছে। তারপর সেটিকে UV লাইটের সামনে রাখা হয়েছে। তারপর সেটিকে পরীক্ষা করে দেখা গিয়েছে, ৩০ সেকেন্ড UV-লাইটের সামনে রাখলে ভাইরাসের সংক্রমণের ক্ষমতা ৯৩ শতাংশ কমে যায়।
এরপর ড্রপলেটে বিভিন্ন ঘনত্বের ভাইরাস নিয়ে একই প্রক্রিয়ায় গবেষণা করা হয়েছে। ক্রিশ্চিনা গুজ্জো জানিয়েছেন, ভাইরাল লোড (Viral Load) অনেক বেশি থাকলেও সংক্রমণের ক্ষমতা কমে গিয়েছে ৮৮ শতাংশ পর্যন্ত।
তবে যেভাবে UV রশ্মি ব্যবহার করতে হবে তা পুরোপুরি বিপদমুক্ত নয়। ঠিকমতো সুরক্ষাবর্ম পরে কাজটি করতে হয়। দীর্ঘদিন এবং টানা অসুরক্ষিতভাবে এই কাজ করলে ক্ষতি হতে পারে।
গবেষকদের দাবি, প্রশিক্ষিত কর্মীরা বিভিন্ন পাবলিক প্লেস (Public Place) ফাঁকা থাকার সময় এই পদ্ধতিতে সংক্রমণনাশ করতে পারে।
আরও পড়ুন: হার্টের বন্ধু অ্যাভোকাডো, বলছে নয়া গবেষণা