শেনঝেন: অ্যালঝেইমার্স (Alzheimer's Disease)। বিশ্বজুড়ে এই রোগ নিয়ে আলোচনা ক্রমশই বাড়ছে। কিন্তু কী এই রোগ? এটি এমন একটি স্নায়বিক সমস্যা যেখানে মস্তিষ্ক ক্রমশ ছোট (shrink) হতে থাকে, মৃত্যু হতে থাকে মস্তিষ্কের কোষের। এর ফলে বাড়তে থাকে স্মৃতিভ্রম, ভুলে যাওয়ার সমস্যা। যার ফলে ভয়াবহ প্রভাব পড়ে আক্রান্ত ব্যক্তির ব্যক্তিগত এবং সামাজিক জীবনে।


বিভিন্ন সমীক্ষাও গবেষণায় উঠে এসেছে যে পুরুষদের তুলনায় মহিলারা অনেক বেশি পরিমাণে অ্য়ালঝেইমার্সে আক্রান্ত হন। কিন্তু কেন?


সিঙ্গাপুরের ন্যানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (Nanyang Technological University) এবং সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে একটি গবেষণা হয়েছিল। সেখানে ইঁদুরের উপর পরীক্ষা করে এর কারণ খুঁজেছিলেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানাচ্ছেন, একটি বিশেষ পদ্ধতিতে নিউরনের (neuron) মধ্যে চলা একটি প্রক্রিয়ায় লং টার্ম মেমোরি তৈরি হয়। জটিল এই প্রক্রিয়া নিয়ে দীর্ঘ গবেষণা করে ওই বিজ্ঞানীরা জানিয়েছেন, মহিলাদের ক্ষেত্রে এই প্রক্রিয়া দ্রুত ক্ষয় হয়, সেই কারণেই অ্য়ালঝেইমার্সে মহিলাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।


এই বিষয়টি নিয়ে চিনের শেনঝেন ইন্সটিটিউট অফ অ্যাডভ্যান্সড টেকনোলজি (shenzhen institute of technology) থেকেও একটি গবেষণা চালানো হয়েছিল।  সেখান থেকেও এর উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে। মহিলাদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার কারণ হিসেবে হরমোন সংক্রান্ত সমস্যাও রয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের একটি অংশের দাবি, যেসব মহিলাদের তুলনায় আগে মেনোপজ শুরু হয় তাঁদের ক্ষেত্রে অ্যালঝেইমার্স বা ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। 


এই রোগ কী রোখা যায়?
এই রোগ পুরোপুরি রোখা যায় কিনা সেই বিষয়ে এখনও স্পষ্ট করে বলতে পারেননি কোনও বিজ্ঞানী। তবে আগে থেকে সতর্ক হলে কিছুটা হলেও ঠেকানো যায় অ্য়ালঝেইমার্স (Alzheimer's Disease), এমনটাই দাবি বেশ কিছু চিকিৎসকের। উচ্চ রক্তচাপের সমস্যার ঠেকানোর পরামর্শ দেন অনেক চিকিৎসকরা। নেশাদ্রব্য থেকে দূরে থাকার পরামর্শ দেন। 
     
মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য, প্রয়োজনীয় পদক্ষেপ করতেও বলে থাকেন চিকিৎসকরা। নিত্যনতুন জিনিস শেখা বা এমন কোনও কাজ যা মস্তিষ্ক খাটাতে হবে এমন কাজ করার পরামর্শ দিয়ে থাকতেন চিকিৎসকরা।


আরও পড়ুন:  বিশ্বজুড়ে অস্টিওআর্থারাইটিসের প্রকোপ, আশঙ্কার ছবি গবেষণায়