ওয়াশিংটন: সকালের খবরের কাগজ হোক বা বই! রিডিং গ্লাস (reading glass) না থাকলে সবটাই দুর্বোধ্য। বিশেষত চল্লিশের পর থেকে সমস্যা আরও বাড়তে থাকে। বিশেষজ্ঞদের ভাষায় এই অসুবিধার নাম 'প্রেসবাইয়োপিয়া (presbyopia)।' তবে আর নয়। রিডিং গ্লাস ছাড়াও যাতে কাছের জিনিস দেখতে বা পড়তে অসুবিধা না হয়, সে জন্য প্রথম আই ড্রপের (eye drop) ব্যবহারে ছা়ড়পত্র দিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)।
কী লাভ আই ড্রপে?
'ভুইটি' নামে আই ড্রপটি ব্যবহার করলে রিডিং গ্লাস সঙ্গে নিয়ে বেড়়ানোর ঝক্কি পোহাতে হবে না, এমনই দাবি প্রস্তুতকারী সংস্থার। প্রায় গোটা দিনই দৃষ্টিশক্তি ভালো থাকবে। বিশেষত ৪০ থেকে ৫৫ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ দেবে এই আই ড্রপ। ফোন ঘাঁটাঘাঁটি বা কম্পিউটার স্ক্রিনে কাজের ক্ষেত্রে অসুবিধা হলে সুরাহা দেবে 'ভুইটি', বলছে প্রস্তুতকারী সংস্থা।
কী ভাবে ব্যবহার?
সাধারণ ভাবে,এটি প্রত্যেক দিনই দুই চোখে এক ফোঁটা করে ব্যবহার করার কথা। প্রয়োগের মিনিট পনেরো পরে কাজ শুরু হয়। জের থাকে ঘণ্টাছয়েক পর্যন্ত। সাধারণ ভাবে তিরিশ দিন ব্যবহারের পর এর কার্যক্ষমতা বেড়ে যায়। তবে গোটাটাই চিকিৎসকের তত্ত্বাবধানে হওয়া দরকার।
কারা ব্যবহার করতে পারবেন?
অল্প থেকে মাঝারি মাত্রার প্রেসবাইয়োপিয়া রয়েছে এমন প্রত্যেকে আই ড্রপ ব্যবহার করতে পারেন। তবে রাতে কিছু বিধিনিষেধও মেনে চলার দিকে নজর দিতে বলেছে এফডিএ। রাতে ড্রাইভিংয়ের সময় বা অল্প আলোয় কাজকর্ম করতে হলে এই ড্রপ ব্যবহার করা যাবে না। তা ছাড়া, নির্ধারিত মাত্রার চেয়ে বেশি মাত্রায় ড্রপ ব্যবহার করা হলে 'নিয়ারসাইটেড' রোগীদের ক্ষেত্রে 'রেটিনাল ডিটাচমেন্ট'-র ঝুঁকি বাড়তে পারে। সবচেয়ে বড় কথা, 'ভুইটি' ব্যবহার করে চোখের সব সমস্যার সমাধান সম্ভব নয়। কাজেই এর লাগামছাড়া প্রয়োগ নয়, নিয়ন্ত্রিত ব্যবহারেই সবচেয়ে বেশি লাভ হতে পারে।
আরও পড়ুন:সাতসকালে কালীঘাট মেট্রোর লাইনে ঝাঁপ, ফের আত্মহত্যা এক ব্যক্তির