কলকাতা: আজ ২৯ অক্টোবর। আজ বিশ্ব স্ট্রোক দিবস (World Stroke Day)। স্ট্রোক এমন একটি শারীরিক অসুস্থতা যা কোনও বয়স মানে না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্ট্রোকের (Stroke) এমন একটি অসুস্থতা যা হলে পরবর্তীকালে শরীরে প্যারালাইসিস পর্যন্ত দেখা দিতে পারে। স্ট্রোক হলে শুরুতেই যদি চিকিৎসা শুরু না করা যায়, তাহলে তা ভয়ঙ্কর পর্যায়ে যেতে পারে। যখনই কোনও ব্যক্তির মধ্যে স্ট্রোকের কোনও উপসর্গ লক্ষ্য করবেন, তখন সঙ্গে সঙ্গে কী করা দরকার, বিশ্ব স্ট্রোক দিবসে তার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
যদি বাড়িতে কারও মধ্যে স্ট্রোকের কোনওরকম উপসর্গ দেখা দেয়, এবং যদি সেই সময়ে বাড়িতে আর কেউ না থাকেন, তাহলে কী করবেন?
১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্ট্রোকের উপসর্গ দেখা দিলে নিজে থেকে সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করা উচিৎ নয় একেবারেই। কারণ, মস্তিষ্কে রক্ত সরবরাহ আটকে গেলেই স্ট্রোক হয়। তাই এই সময়ে নিজে থেকে সুস্থ হওয়ার জন্য অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করা দরকার।
২. যদি মনে হয় কারও স্ট্রোক হয়েছে, কীভাবে পরীক্ষা করবেন? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রথমেই সেই ব্যক্তি হাসতে পারছেন কিনা, দুটো হাত দুদিকে ছড়াতে পারছেন কিনা, একটি বাক্য সঠিকভাবে বলতে পারছেন কিনা পরীক্ষা করে দেখা দরকার।
৩. রোগীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা দরকার। যাতে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করা যায়।
৪. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যেকোনও শারীরিক অসুস্থতায় মস্তিষ্ক ঠান্ডা রাখা খুবই জরুরি। মস্তিষ্ক শান্ত না রাখলে সমস্যা আরও বেড়ে যেতে পারে।
৫. যদি কারও মধ্যে স্ট্রোকের লক্ষ্যণ দেখা যায়, তাহলে সেই ব্যক্তিকে কোনও খাবার বা পাণীয় খাওয়ানো উচিৎ নয়। কারণ, খাবার বা পাণীয় গলায় আটকে যেতে পারে।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।