Vitamin D Deficiency: আপনার শরীরে যদি ভিটামিন ডি (Vitamin D) - এর ঘাটতি থাকে তাহলে প্রতিদিনের জীবনযাত্রায় প্রয়োজন কিছু পরিবর্তনের। ভিটামিন ডি- এর ঘাটতি মেটানোর জন্য আপনি সহজে কী কী করতে পারেন, (Health Tips) রইল সেই তালিকা। তবে তার আগে দেখে নেওয়া যাক যে আমাদের শরীরে ভিটামিন ডি- এর ঘাটতি হলে কী কী সমস্যা দেখা দিতে পারে।
ভিটামিন ডি- এর ঘাটতি হলে আমাদের শরীরে কী কী সমস্যা দেখা দিতে পারে
- ভিটামিন ডি- এর ঘাটতি হলে আপনি বেশিরভাগ সময়েই ক্লান্তি অনুভব করতে পারেন। অল্প কাজ করেই হাঁপিয়ে যেতে পারে। অল্প পরিশ্রমেই মারাত্মক ক্লান্তি লাগতে পারে আপনার। সর্বক্ষণ ক্লান্ত, অবসন্ন ভাব অনুভব করতে পারেন। হতে পারে মানসিক অবসাদের সমস্যাও।
- আপনার হাড় এবং পেশীর গঠন সুদৃঢ় রাখার জন্যও প্রয়োজন ভিটামিন ডি। এই ভিটামিনের ঘাটতি হলে হাড়ের গঠন ভঙ্গুর হয়ে যায়। হাড়ের ক্ষয় হতে পারে। অল্প আঘাতেই হাড় ভেঙে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। এছাড়াও পেশীতে যন্ত্রণা হতে পারে এবং আচমকা টান ধরে যাওয়ার মতো সমস্যাও লক্ষ্য করা যেতে পারে। আসলে ভিটামিন ডি- এর ঘাটতি হলে আপনার শরীরে ক্যালসিয়াম শোষণের মাত্রা কমে যায়।
- ভিটামিন ডি- এর ঘাটতি হলে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা একধাক্কায় অনেকটা কমে যেতে পারে। তার ফলে সহজেই রোগের শিকার হতে পারেন আপনি। ইনফেকশন বা সংক্রমণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। দ্রুত অসুস্থ হয়ে যেতে পারেন আপনি।
ভিটামিন ডি- এর ঘাটতি পূরণের জন্য প্রতিদিনের জীবনযাত্রায় কী কী পরিবর্তন আনা প্রয়োজন, রইল তারই তালিকা
- ভিটামিন ডি- এর সবচেয়ে ভাল উৎস হল সূর্যালোক। তাই দিনে ১৫ থেকে ২০ মিনিট সূর্যালোকে থাকুন। বলা হয় বেলা ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে যখন সুবিধা তখন ১৫ থেকে ২০ মিনিট রোদের মধ্যে থাকলে ভিটামিন ডি- এর ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে। তবে অনেকেরই মাইগ্রেন, সাইনাস ইত্যাদির সমস্যা থাকে। রোদে বেরোলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তাঁরা এই কাজ একেবারেই করতে যাবেন না।
- ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া দরকার। মেনুতে রাখতে পারেন মাশরুম, ডিম, ফ্যাটি ফিশ, বিভিন্ন ড্রাই ফ্রুটস, বাদাম ইত্যাদি। এছাড়াও খেতে পারেন বিভিন ফর্টিফায়েড ফুড। এই তালিকায় রয়েছে গরুর দুধ, বিভিন্ন দানাশস্য, কমলালেবুর রস, বিভিন্ন প্ল্যান্ট বেসড মিল্ক ইত্যাদি।
- ভিটামিন ডি- এর ঘাটতি হয়েছে কিনা তা বোঝার জন্য সবার আগে ডাক্তার দেখানো দরকার। কোনও ওষুধ খেলে তা চিকিৎসকের পরামর্শ ছাড়া একেবারেই খাবেন না।
আরও পড়ুন- দীপাবলির সাজ, মন ভরে পেটপুজো, বাজির ধোঁয়া- এবার প্রয়োজন ত্বকের সঠিক পরিচর্যা, কী কী করবেন?
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন