Live Health: লিভারের স্বাস্থ্য (Live Health) ভাল রাখার জন্য আমরা অনেক খাবারই খেয়ে থাকি। তবে বেশ কিছু সবজি আছে, যেগুলি নিয়মিত খেলে আমাদের লিভারের স্বাস্থ্য (Liver Care Tips) ভাল থাকবে। লিভার সংক্রান্ত রোগ থেকে দূরে থাকব আমরা। তাই চলুন জেনে নেওয়া যাক লিভারের স্বাস্থ্য ভাল রাখার জন্য নিয়মিত ভাবে কোন কোন শাকসবজি আমাদের পাতে রাখা উচিত।
- লিভারের স্বাস্থ্য ভাল রাখার জন্য টোম্যাটো খেতে পারেন নিয়মিত। কাঁচা টোম্যাটো খেতে হবে। খাওয়ার আগে ভালভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া জরুরি। স্যালাডে খেতে পারেন টোম্যাটো। এর মধ্যে থাকা লাইকোপেন লিভারের স্বাস্থ্য ভাল থাকবে। টোম্যাটো কাঁচা খেলে পেটের সমস্যা হতে পারে। তাই খুব বেশি পরিমাণে খাবেন না।
- বাঁধাকপি খেলে লিভারের স্বাস্থ্য ভাল থাকবে। স্যালাডে অনেকে বাঁধাকপি খেয়ে থাকেন। তবে একদম কাঁচা না খেলে হাল্কা সেদ্ধ করে নিন।
- লিভারের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভাল একটি খাবার হল ব্রকোলি। একাধিক পুষ্টি উপকরণ রয়েছে ব্রকোলির মধ্যে। ব্রকোলিও কাঁচা খাবেন না। সেদ্ধ করে নেওয়া জরুরি। নাহলে পেটের সমস্যা হবে নিশ্চিত। বাঁধাকপি এবং ব্রকোলি- এই দু'টিই স্বাস্থ্যের পক্ষে উপকারি খাবার।
- আজকাল অনেকেই অ্যাভোকাডো খেয়ে থাকেন। অ্যাভোকাডো পেস্ট দিয়ে টোস্ট খাওয়ার চল অনেক বাড়িতেই রয়েছে। আজকাল এটি জনপ্রিয় ব্রেকফাস্ট। লিভার থেকে যাবতীয় টক্সিন বা দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে অ্যাভোকাডো। তাই আপনি লিভার ভাল রাখতে অ্যাভোকাডো খেতেই পারেন।
- ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন- পাতিলেবু, কমলালেবু এগুলি খেতে পারেন। ভিটামিন সি যুক্ত ফল খেলে আপনার লিভার ভাল থাকবে। তবে ভিটামিন সি থাকার পাশাপাশি এইসব ফলে প্রচুর পরিমাণে ফ্রুকটোজ থাকে। তাই পরিমিত পরিমাণে খাবে এই জাতীয় ফল।
- সবুজ রঙের বিভিন্ন ধরনের শাকসবজি লিভারের স্বাস্থ্যের পক্ষে ভাল। এই তালিকায় রাখতে পারেন পালংশাক এবং অন্যান্য আরও অনেক শাক। সবুজ রঙের শাকের মধ্যে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে এগুলি খেয়াল রাখবে আপনার লিভারের স্বাস্থ্যের। শাক অতি অবশ্যই ভাল করে ধুয়ে তারপর রান্না করুন। নাহলে পেটের সমস্যা হতে পারে।
আরও পড়ুন- দিনের কোন সময়ে মধু খেলে কী কী উপকার পাবেন? কীভাবে ভাল থাকবে স্বাস্থ্য?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।