ঝিলম করঞ্জাই, কলকাতা : রেকর্ড গরম পড়েছে কলকাতায়।  এর মধ্যেই অস্বস্তিতে ফেলেছে দমদমের যুবকের মৃত্যুর ঘটনা। মঙ্গলবারই  প্রবন্ধ রানা নামে এক ৩০ বছরের যুবকের মৃত্যু হয়। পরিবারের দাবি, হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে । জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাই শঙ্কা বাড়ছে । আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন ডাক্তারবাবু ও আবহবিদরা। 


প্রখর তাপে পুড়ছে গোটা বাংলা।  এই পরিস্থিতিতে বয়স্ক, শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া সতর্কতা নিতে হবে, অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে। তাছাড়া যাঁরা সুগার, প্রেসার, থাইরয়েড, হার্ট, লিভার, কিডনি বা মানসিক সমস্যায় আক্রান্ত, তাঁদের ক্ষেত্রে হিট স্ট্রোকের সম্ভাবনা বেশি বলে চিকিৎসকদের অভিমত। এই পরিস্থিতিতে  বেশ কিছু সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 


এছাড়া  বেশ কিছু লক্ষণ দেখলেই সতর্ক হতে হবে বলে মনে করছেন চিকিৎসকরা। যেমন - 



  • প্রচণ্ড মাথা যন্ত্রণা

  • মাথা ঝিমঝিম

  • প্রচণ্ড গরমেও ঘাম না হওয়া

  • মুখচোখ লাল হয়ে যাওয়া 

  • গরম ও শুষ্ক ত্বক

  • মাংসপেশীতে দুর্বলতা

  • বমি-বমি ভাব

  • প্রচণ্ড দুর্বলতা

  • বুক ধড়ফড়

  • শ্বাসকষ্ট হওয়া

  • আচরণে অসংলগ্নতা

  • হাঁটাচলায় ভারসাম্যহীনতা

  • খিঁচুনি, সংজ্ঞাহীন হয়ে যাওয়া

    এই সমস্ত উপসর্গ থাকলেই, দ্রুত রোগীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে শিশুদের নিয়ে বিশেষ ভাবে সতর্ক থাকার পরামর্শ দিলেন চিকিৎসক অপূর্ব ঘোষ। 


  • এই সময় বাচ্চাদের স্কুল বন্ধ রাখলেই ভাল বলে মনে করছেন ডা. অপূর্ব ঘোষ ।

  • চিকিৎসক জানালেন, তাঁরা এখন অনলাইন ক্লাসেও উৎসাহ দিচ্ছেন না। কারণ,  মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখারই পরামর্শ দিচ্ছেন ডা. অপূর্ব ঘোষ। 

  • ডাক্তারবাবুর পরামর্শ, বাচ্চাদের যেন দিনে দুইবার স্নান করানো হয়। সেই সঙ্গে হালকা জামা কাপড় পরানো হয়।

  • এই সময় বেশি করে ফল মূল, ফলের রস খেতে হবে। বেশি পরিমানে তরল খেতে হবে।  

    এর মধ্যেই এইটুকুই স্বস্তি যে, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।  বিশেষত পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  আবহাওয়া দফতরের বার্তা, শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । উইকএন্ডে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রবি সোমবার নাগাদ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। তার ফলে একটু একটু করে গরম কমতে পারে সাময়িকভাবে। 

    আরও পড়ুন :


    শনিবার বিকেল থেকেই ঘনাবে মেঘ ? বড় সুখবর আবহাওয়া দফতরের