কলকাতা: রঙের উৎসবে (Holi 2022) রং খেলার পর ত্বক, চুল, পোশাক থেকে রং তোলা কম ঝক্কির কাজ নয়। তেমনই ঝক্কির কাজ নখ থেকে রং তোলা। সাধারণত দেখা যায়, শরীরের অন্যান্য অংশ থেকে রং উঠে গেলেও বেশ কিছুদিন ধরে নখে রং লেগেই থাকে। কিছুতেই রং উঠতে চায় না। তাই তো বিশেষজ্ঞরা রং খেলার আগে নখে ভালো কোনও নেল পলিশ ব্যবহারের পরামর্শ দেন। কারণ, হোলির রং জেদিভাবে বসে যায় নখে। কিন্তু কয়েকটা সহজ পদ্ধতি মানলেই নখ থেকে তুলে ফেলতে পারবেন হোলির রং।


হোলি খেলার পর নখ থেকে রং তোলার জন্য যেগুলো করবেন-


১. হোলির রং দীর্ঘক্ষণ ধরে নখে লেগে থাকলে, তা নখকে নিষ্প্রাণ করে তোলে। তার সঙ্গে নখের নানা সমস্যাও দেখা দিতে পারে। তাই রং খেলার পর দ্রুত স্নান করে হাত কিছুক্ষণ ভিজিয়ে রাখুন ঠান্ডা জলে। কিছুক্ষণ পরই দেখবেন ধীরে ধীরে রং উঠে গিয়েছে। নাহলে নখে নানা সমস্যা দেখা দিতে পারে।


আরও পড়ুন - Holi 2022: সহজ এই পদ্ধতিগুলোতেই পোশাক থেকে হোলির রং তোলা যাবে


২. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হোলি খেলার পর নখে রং লেগে থাকলে তা হলুদ রং ধারণ করতে শুরু করে। যাতে এই সমস্ত সমস্যা এড়ানো যায়, তার জন্য লেবুর রস দারুণ উপকারী। মিনিট দশেক নখ ভিজিয়ে রাখুন লেবুর রসে। দেখবেন ধীরে ধীরে সমস্ত রং উঠে গিয়েছে।


৩. প্রথমে নখে স্বচ্ছ্ব রঙের কোনও নেলপলিশ ব্যবহার করুন। এবার হাতদুটিকে হালকা গরম জলে ভিজিয়ে রাখুন। এবার তার মধ্যে কয়েক ফোঁটা আমন্ড অয়েল দিয়ে দিন। দেখতে পাবেন খুব সহজেই হোলির রং উঠে যাচ্ছে।


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।