Narinder Kaur, Youngest MLA of Punjab:  পঞ্জাবের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে দুরন্ত সাফল্য পেয়েছে আম আদমি পার্টি। কংগ্রেসের হাত থেকে রাজ্যের ক্ষমতা দখল করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের দল। আপের প্রার্থীরা এবারের নির্বাচনে বিরোধী দলগুলিকে কড়া টক্কর দিয়েছে। এরইমধ্যে গতকাল পঞ্জাবে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ছাড়াও নবনির্বাচিত ১১৭ জন বিধায়ক শপথ গ্রহণ করেন। কিন্তু এরইমধ্যে নজর কেড়ে নিলেন নরিন্দর কউর ভরাজ(Narinder Kaur Bharaj) । আসলে পঞ্জাবের সর্বকনিষ্ঠ বিধায়ক হিসেবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন নরিন্দর।  মাত্র ২৭ বছর বয়সে নির্বাচনে লড়াইতে নেমে তিনি হারিয়ে দিয়েছেন কংগ্রেসের প্রভাবশালী নেতা তথা রাজ্যের মন্ত্রী বিজয় ইন্দর সিঙলাকে। আর জয়ের ব্যবধানও প্রচুর-প্রায় ৩৬ হাজার ভোট। 


কুর্তা, সালোয়ার ও দোপাট্টা পরে অন্যান্য বিধায়কদের সঙ্গে শপথ নেন নরিন্দর। সেইসঙ্গে পরিবারের লোকজন ও বন্ধুদের সঙ্গে সেলফিও তুললেন। সাঙ্গরু আসনের বিধায়কের আশেপাশে ছিল উৎসাহী সমর্থকদের ভিড়। সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে শপথ গ্রহণ করেন নরিন্দার এবং তারপর ছবিও তোলেন। 
এবার পঞ্জাব বিধানসভা আসনের নির্বাচনে ১১৭ আসনে ভোট গ্রহণ করা হয়। এরমধ্যে ৯২ টি আসনেই জয়ী হয়েছে আম আদমি পার্টি। ঝাড়ুর ধাক্কায় বেহাল হয়েছে হাত। এবার পঞ্জাব বিধানসভার নবনির্বাচিত সদস্যদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা গিয়েছে। জয়ী বিধায়কদের মধ্যে এমন ১১ জন রয়েছেন, যাঁদের বয়স ৩৫-এর কম। তাঁদের মধ্যে নরিন্দরকে ঘিরেই আলোচনা চলছে বেশি করে। তাঁর বয়স মাত্র ২৭। সাঙ্গরুর আসনে কংগ্রেসের বিজয় ইন্দর সিংহ ও বিজেপির অরবিন্দ খন্নাকে হারিয়ে দিয়েছেন তিনি।


কৃষক পরিবারের সন্তান নরিন্দর। ২০১৪ সালে রাজনীতির জগতে এসেছিলেন তিনি। আর এবার মাত্র ২৭ বছর বয়সেই পৌঁছে গেলেন রাজ্য বিধানসভায়।


ভোটের প্রচারের সময় দুই চাকার গাড়িই ব্যবহার করেছিলেন নরিন্দর। ভোটে জেতার পর কোনও নিরাপত্তা ছাড়াই বিভিন্ন এলাকায় ঘোরার জন্য সেই দুই চাকার গাড়িই ব্যবহারেরও পরিকল্পনা রয়েছেন নরিন্দরের।