Hair Care Tips: তাড়াহুড়োয় স্নানের পর অনেকেই চটজলদি চুল শুকিয়ে নেওয়ার জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। নিঃসন্দেহে এই ডিভাইস বেশ কার্যকর। দরকার সময়ে নিমেষে চুল শুকিয়ে নিতে সাহায্য করে। কিন্তু নিয়মিত ভাবে চুল শুকনোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করে মোটেই ভাল কাজ নয়। এর ফলে চুলের প্রচুর ক্ষতি হতে পারে। ঠিক কী কী ধরনের সমস্যা দেখা দিতে পারে জেনে নেওয়া যাক।


রুক্ষ শুষ্ক চুল- নিয়মিত চুলে হেয়ার ড্রায়ার ব্যবহার করলে আপনার চুল খুব রুক্ষ এবং শুষ্ক হয়ে যেতে পারে। কারণ ওভাবে গরম হাওয়া দিয়ে চুল নিমেষে শুকিয়ে নেওয়া কখনই চুলের স্বাস্থ্যের পক্ষে কখনই ভাল নয়। তাই যাঁদের চুলের সমস্যা রয়েছে তাঁরা হেয়ার ড্রায়ার এড়িয়ে চলাই ভাল।


চুলের ডগা ফাটা এবং অত্যধিক হেয়ার ফল- যাঁদের এমনিতেই চুল পড়ার সমস্যা রয়েছে তাঁরা ড্রায়ার ব্যবহার করলে সমস্যা আরও বাড়বে। আচমকাই চুল পড়া বেড়ে যেতে পারে। সেই সঙ্গে স্প্লিট এন্ডস বা চুলের ডগা ফাটার সমস্যা দেখা দিতে পারে। 


চুলের রঙ নষ্ট- যাঁরা চুলে রঙে করেন হেয়ার ড্রায়ারের ব্যবহার সেই রঙে নষ্ট করে দিতে পারে। এমনিতেও অর্থাৎ চুলে রঙ না করলেও হেয়ার ড্রায়ারের অতিরিক্ত ব্যবহারের ফলে চুল লালচে হয়ে যেতে পারে। ক্রমাগত হেয়ার ড্রায়ারের ব্যবহারের ফলে চুল আরও রুক্ষ এবং শুষ্ক, জৌলুসহীন হয়ে যায়। 


কারা একেবারেই হেয়ার ড্রায়ার থেকে দূরে থাকবেন?


যাঁদের চুলের কোনও রকম সমস্যা রয়েছে তা সে চুল পড়া হোক বা খুশকির সমস্যা, চুলের ডগা ফাটা কিংবা অন্য কিছু--- চুলের সমস্যায় হেয়ার ড্রায়ার এড়িয়ে চলুন। প্রয়োজনে সময় হাতে নিয়ে স্নান করুন, যাতে সাধারণ ভাবে চুল শুকিয়ে নেওয়ার সুযোগ পান। কারণ অনেকদিন ধরে হেয়ার ড্রায়ার ব্যবহার করলে কিন্তু যাঁর হয়তো চুলের কোনও সমস্যা নেই, তাঁরও সমস্যা দেখা দিতে পারে। 


চুলের স্বাস্থ্য ভাল রাখার সহজ কয়েকটি টিপস



  • ভেজা চুল আঁড়াবেন না। ভেজা চুলে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়বেন না। চুল ভাল করে শুকিয়ে নেওয়া প্রয়োজন। নাহলে স্ক্যাল্পে জল থেকে গিয়ে ঠাণ্ডা লাগতে পারে। ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। চুলের গোড়া নষ্ট হয়ে আলগা হয়ে যেতে পারে। 

  • ভেজা মাথা গায়ের জোরে তোয়ালে বা গামছা দিয়ে ঘষে ঘষে মুছবেন না। এতে চুলে ক্ষতিই হয়।

  • চুল পেঁচিয়ে না রাখাই ভাল। এর ফলে চুলের গোড়া মজবুত হয় না।