কলকাতা: রান্নাঘর মানেই কিছুটা স্যাঁতসেঁতে আবহাওয়া। অথবা এদিকে তেলচিটে ভাব। অনেকে রান্নাবান্না হয়ে গেলে প্রতিদিন ভেজা কাপড় দিয়ে রান্নাঘরের তাক টাইলস ভাল করে মুছে নেন। কিন্তু তাতে দীর্ঘদিন ধরে জমতে থাকা দাগগুলি সহজে ওঠে না। সেই দাগ তোলার জন্য খানিক কসরত করতে হয়। তবে ঘরে থাকা কিছু উপকরণ (Kitchen Hacks) কাজে লাগিয়ে এই দাগ তুলে সহজেই ফেলা সম্ভব। জেনে নিন সেই পদ্ধতি (How To Clean Kitchen Tiles)। 


লেবুর রস - তেল ও খাবারের দাগ তুলতে লেবুর রসও সমান কার্যকরী (Tips to Clean Kitchen Tiles)। যে দাগ সহজে উঠছে না, তার উপর লেবুর রস কিছুক্ষণ ফেলে রাখুন। এতে দাগ তোলা সহজ হয়ে যাবে। কিছুক্ষণ পর কাপড় দিয়ে সেই দাগ তুলে দিন।


ভিনিগার - রান্নার জন্য অনেকেই ভিনিগার ব্যবহার করে থাকেন। এটি দিয়েও রান্নার দাগ তোলা সহজ। টাইলসের মধ্যে কিছুটা ভিনিগার দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। একটু পরে সেটি কাপড় দিয়ে ঘষলেই উঠে যাবে দাগ। ভিনিগারের সঙ্গে কিছুটা বেকিং সোডা মিশিয়ে নিতে পারেন। তাহলে আরও দ্রুত কাজ হবে।


বেকিং সোডা - রান্নার জন্য ভিনিগারের পাশাপাশি বেকিং সোডা ব্যবহারের চলও রয়েছে (Home ingredients To Clean Kitchen Tiles)। এটিও দাগ তুলে ঝকঝকে করতে সাহায্য করে। বেকিং সোডা দিয়ে অল্প জলে গুলে দাগগুলির উপর কিছুক্ষণ দিয়ে রাখতে হবে। এর পর একটি কাপড় দিয়ে ঘষে তুলে নিতে হবে।


ডিটারজেন্ট মেশানো জল -  অল্প জলে ডিটারজেন্ট প্রথমে ঘন করে গুলে নিন। এর পর সেটি দাগের উপর কিছুক্ষণ দিয়ে রাখুন। একটু পরে তেলচিটে দাগের উপর কাপড় দিয়ে ঘষলে সহজেই উঠে যাবে সেই দাগ।


ক্লিন করার জন্য কী ব্যবহার করবেন ?



  • সাধারণত অনেকে ঘর মোছার ছোট্ট কাপড় এই কাজে লাগান। মার্বেল টাইলস হলে টুথব্রাশ দিয়ে পরিস্কার করতে পারেন। এতে দ্রুত দাগ উঠে যায়।

  • সেরামিক টাইলস হলে কাপড় ব্যবহার করা ভাল। এর জন্য অনেকে মাইক্রোফাইবার ক্লথ ব্যবহার করতে বলেন। এতে টাইলসে দাগ পড়ে না।

  • এছাড়াও, স্পঞ্জ ব্যবহার করা যেতে পারে। তবে এটি দিয়ে দাগ ঘষে তুলতে একটু বেশি মেহনত করতে হবে।


আরও পড়ুন - Food Recipe: বাড়িতেই বানান পিৎজা, লাগবে সামান্য উপকরণ ! রইল রেসিপি