কলকাতা: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day 2022) উদযাপন। ভালোবাসার মানুষরা একে অপরকে ভালোবাসার দিনের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। সকাল থেকে সারা বিশ্বে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট হবে। কাছে থাকা মনের মানুষ হোক কিংবা দূরে থাকা মনের মানুষ. প্রত্যেকে নিজের মতো কের প্রেমের দিন উদযাপন করবেন। ভ্যালেন্টাইন্স ডে-তে বাড়িটিকেও এমনভাবে সাজিয়ে ফেলুন যাতে সেখানেও প্রেমের ছোঁয়া লেগে থাকে। কীভাবে এই বিশেষ দিনে বাড়িটাকে সাজাবেন, দেখে নেওয়াক যাক-


১. ইন্টেরিয়র ডিজাইনের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাড়িতেও যাতে প্রেমের ছোঁয়া লাগে, তার জন্য ভ্যালেন্টাইন্স ডে-তে বাড়িতে লাল রঙের ব্যবহার বেশি করুন।


২. বাড়ি সাজানোর জন্য বিছানার চাদর হোক কিংবা পর্দা লাল রঙের ব্যবহার করুন। 


৩. লাল পর্দা ব্যবহারের সঙ্গে ঘরের দেওয়ালে নানা রঙিন কাগজ ব্যবহার করে হৃদয়ের আকারে নানা ডিজাইন নিজে হাতেই তৈরি করতে পারেন। কিংবা দোকানেও কিনতে পাওয়া যায়।


আরও পড়ুন - Valentine Day 2022: সঙ্গী দূরে থাকেন? ভার্চুয়ালি যেভাবে ভ্যালেন্টাইন্স ডে কাটাবেন


৪. বিকেল কিংবা সন্ধের দিকে যদি বাড়িতে বিশেষ কোনও পরিকল্পনা থাকে, তাহলে খাবার টেবিল থেকে বসার ঘরের টেবিলে নানা রকমের ফুল ব্যবহার করতে পারেন। তবে, এই দিনে লাল গোলাপ ফুল বেশি ব্যবহার করুন।


৫. ঘরে হালকা আলো ব্যবহার করুন। অথবা, মোমবাতি ব্যবহার করতে পারেন। মোমবাতির আলোয় সারা বাড়িতে রোমাঞ্চকর পরিবেশ তৈরি হবে।


৬. ঘরের দেওয়াতে ফুল এবং বেলুন দিয়ে নানা ডিজাইন তৈরি করতে পারেন। সঙ্গীর মন ভালো হয়ে যাবে।


৭. সঙ্গীর জন্য কোনও সারপ্রাইজ করা উপহারের বন্দোবস্ত করতে পারেন। মনের মানুষের মুখে হাসি ফোটার পাশাপাশি সারাজীবন সেই উপহার মনে থেকে যাবে।


আরও পড়ুন - Valentine Day 2022: ভালোবাসার দিনে ভালোবাসার মানুষটাকে দিতে পারেন এই উপহারগুলো