কলকাতা: লভ ইজ অন দ্য এয়ার... রাত পোহালেই ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day 2022)। ভালোবাসার দিন। প্রেমিক-প্রেমিকা, দম্পতি, সঙ্গীদের জন্য বিশেষ এই দিনে ভালোবাসার মানুষরা একে অপরকে নানা উপহার দিয়ে থাকেন। এখনও মনের মতো উপহার কিনে উঠতে পারেননি। সঙ্গীকে কী উপহার দেবেন ভেবে পাচ্ছেন না? হাতে আর একেবারেই সময় নেই। দেখে নিন এই বিশেষ দিনে ভালোবাসার মানুষটাকে কী উপহার দিতে পারেন, তার তালিকা-


১. স্ক্র্যাপবুক উপহার দিতে পারেন এই বিশেষ দিনে সঙ্গীকে। আপনার সঙ্গে আপনার প্রিয় মানুষটার এতদিনেক জার্নি বিভিন্নভাবে রঙিন কাগজে এঁকে কিংবা হাতে লিখে একটি অ্যালবাম তৈরি করে উপহার দিতে পারেন। ভালোবাসার পুরনো স্মৃতি ফিরে দেখতে রোমাঞ্চ অনুভব করবেন আপনিও।


২. সারা বিশ্বে এখন করোনা পরিস্থিতি চলছে। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং। পৃথিবীটাকে সুন্দর রাখতে আর আপনার পরিবেশের মানুষকে বিশেষ বার্তা দিতে ভালোবাসার দিনে সঙ্গী গাছ উপহার দিতে পারেন। বলা হয়- একটি গাছ একটি প্রাণ। গাছ উপহার দিয়ে সঙ্গীকে অনেকটা অক্সিজেন উপহার দিতে পারেন।


৩. মনের কথা ভাষায় প্রকাশ করার থেকে ভালো উপহার আর কীই বা হতে পারে। আপনি আপনার সঙ্গীকে বা মনের মানুষটাকে কতটা ভালোবাসেন, তা নিজের হাতে লিখে ফেলুন। আর ভ্যালেন্টাইন্স ডে-র মতো বিশেষ দিনে তা উপহার দিন সঙ্গীকে। নিশ্চিত, তাঁর মনে আপনার জন্য বিশেষ জায়গা আরও বিশেষ হবে।


আরও পড়ুন - Happy Valentine Day 2022: 'আমারো পরাণ যাহা চায়, তুমি তাই', ভ্যালেন্টাইন্স ডে-তে যেভাবে সঙ্গীকে মনের কথা জানাবেন


৪. ফোটো ফ্রেম উপহার দিতে পারেন মনের মানুষটাকে। তাঁর সঙ্গে বিভিন্ন ক্যামেরাবন্দি মুহূর্ত একটি ফোটোফ্রেমের মধ্যে করে উপহার দিন। সুখের দিনগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে কার না ভালো লাগে।


৫. আজকার আশেপাশের নানা দোকানে পারসোনালাইজড গিফট পাওয়া যায়। কফি মগের গায়ে নিজের সঙ্গে মনের মানুষের ছবি ব্যবহার করে বানিয়ে নিন। আর উপহার দিন। সঙ্গী যখনই সেই কফি মগ দেখবেন, আপনার ছবি তাঁর চোখের সামনে ভেসে উঠবে।


৬. ভ্যালেন্টাইন্স ডে-র মতো বিশেষ দিনে আংটি উপহার দিয়ে মনের মানুষকে সারাজীবনের সঙ্গী হওয়ার প্রস্তাব দিতে পারেন। অন্যরকম রোমাঞ্চ অনুভব করবেন আপনার সঙ্গী।


৭. সঙ্গীর জন্য বিশেষ ডিনারের আয়োজন করতে পারেন। মোমবাতি, ফুল দিয়ে সাজিয়ে নিন ডিনার টেবল। সঙ্গে পছন্দের গান বাজুক। রোম্যান্টিকতায় ভরে যাবে।