Saving Electronic Goods During Thunderstorm: গরমের দাবদাহ থেকে মুক্তি মিলেছে অবশেষে। বজ্রবিদ্যুৎসহ রাজ্যের নানা জায়গায় বৃষ্টিও নেমেছে। কিন্তু এই বজ্রবিদ্যুৎ আরেকটি বিপদের কারণ হতে পারে। তা হল ইলেকট্রনিক যন্ত্রপাতির ক্ষতি। বজ্রবিদ্যুতের কারণে ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা যথেষ্ট। পুরোপুরি নষ্ট না হলেও আংশিক ক্ষতির আশঙ্কা থাকে। তাহলে কী করে যন্ত্রপাতিগুলি বাঁচানো যেতে পারে ? কেনই বা নষ্টের আশঙ্কা থাকে ? এই বিষয়ে জেনে নেওয়া যাক বিশদে।


কেন ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা ?



  • এখন অধিকাংশ বহুতল বা একতল নির্মাণে আর্থিং করা থাকে। আর্থিং বজ্রবিদ্যুতের সময় ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলিকে রক্ষা করে। কিন্তু আর্থিং সবসময় যথেষ্ট নাও হতে পারে। আর্থিং থাকলেও ক্ষতি হওয়ার আশঙ্কা থেকেই যায়।

  • বিদ্যুতের মধ্যে কয়েকশো কোটি জুল তড়িৎশক্তি থাকে। যা ইলেকট্রনিক যন্ত্রপাতি শুধু নষ্ট নয়, পুড়িয়েও দিতে পারে। আবার এও সত্যি, বড়সড় ক্ষতি না হলেও অল্পস্বল্প ক্ষতি হতে পারে।

  • সার্কিট ব্রেকারের উপর অনেকেই ভরসা রাখেন। কিন্তু সার্কিট ব্রেকার যে সবসময় কার্যকরী হবে, তার কোনও অর্থ নেই। বরং এও দেখা যায়, কয়েকশো কোটি জুল বিদ্যুৎ সার্কিট ব্রেকারকে পেরিয়ে চলে যেতে পারে। ক্ষতি করতে পারে যন্ত্রপাতির।


ইলেকট্রনিক যন্ত্রপাতি বাঁচাতে হলে কী করবেন ?


ইলেকট্রনিক যন্ত্রপাতি বাঁচাতে হলে কয়েকটি উপায় অবলম্বন করা যেতে পারে।



  • সবচেয়ে সেরা উপায়টি হল বজ্রবিদ্যুৎ চলাকালীন যন্ত্রপাতির সুইচ অফ করে রেখে দেওয়া। ছোট বা বড় কোনও যন্ত্রপাতিই এই সময় চালানো উচিত নয়।

  • সুইচের অফের পাশাপাশি নিরাপদ থাকতে প্লাগও খুলে রাখতে পারেন। এতে বিদ্যুৎ প্রবাহের ন্যুনতম সম্ভাবনাও আটকানো যায়।


কেন করবেন ?


সাধারণত ছোটখাট যন্ত্রপাতির ক্ষেত্রে তেমন সমস্যা হয় না। কিন্তু বড় যন্ত্রপাতির ক্ষেত্রে সমস্যা বেশি। কারণ এই ধরনের যন্ত্রপাতির ক্ষতি হলে তা সারানো মুশকিল। পাশাপাশি বড়সড় অর্থের ধাক্কাও থাকে। 


বিভিন্ন সংস্থার তরফে সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয়ে থাকে। কিন্তু বড় যন্ত্রপাতিগুলি বাঁচাতে সেই ওয়ারেন্টি কাজে লাগে না। কারণ ফিজিক্যাল ড্যামেজের উপর সাধারণত ওয়ারেন্টি দেয় না সংস্থাগুলি।


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন -  Endoscopy smoke Health Risk: সিগারেটের মতোই বিপজ্জনক এন্ডোস্কোপির ধোঁয়া, কোন বিপদে স্বাস্থ্যকর্মীরা ?