IITM Medical Device Calibration Vehicle: চিকিৎসা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই চিকিৎসার নানা দিকও। মেডিকেল ডিভাইস অর্থাৎ চিকিৎসার জন্য জরুরি যন্ত্রপাতি চিকিৎসাক্ষেত্রের অন্যতম সম্পদ। এগুলির যথাযথ সংরক্ষণ, ব্যবহার সবদিকেই নজর রাখতে হয় চিকিৎসকদের। এগুলির গুণমান ঠিক রয়েছে কিনা, বারবার চিকিৎসার পর আবার ব্যবহারের যোগ্য কি না, রোগ নির্ণয় ঠিকমতো করতে পারছে কি না, সেই সবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই গুণমান বারবার পরীক্ষা করা, নির্দিষ্ট যন্ত্র নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া ছিল সময় ও খরচসাপেক্ষ। এবার সেই পথটাই সোজা করে দিল আইআইটি মাদ্রাজ। মাদ্রাজের ইন্ডিয়ান ইন্স্টিটিউট অব টেকনোলজির বিশেষ আবিষ্কার ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে চিকিৎসকমহলে।


চিকিৎসার যন্ত্র না থাকলে পরিষেবা দেওয়াই মুশকিল হয়ে পড়ে। গ্রাম ও মফস্বল এলাকায় এই সমস্যা প্রায়ই হয়। ফলে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালের চিকিৎসকরা রোগীকে অন্য হাসপাতালে রেফার করে দেন। বেশিরভাগ সময়ে এই হাসপাতাল শহরের দিকে হয়। যেখানে আবার বেড পাওয়া আরেক সমস্যার কাহিনি। এই সমস্যা মেটাতেই বিশেষ গাড়ি বানাল আইআইটি মাদ্রাজের পড়ুয়ারা। এর মধ্যে প্রয়োজনীয় মেডিকেল ডিভাইস থাকবে। এই ডিভাইসগুলি এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে যাওয়া সহজ হবে। পাশাপাশি চিকিৎসার কাজেও সহজে লাগানো যাবে সেগুলি।


রাষ্ট্রসংঘের লক্ষ্যপূরণ


রাষ্ট্রসংঘের সাসটেনেবিলিটি গোলের তৃতীয় ভাগটি পূরণ করতে চায় আইআইটিমাদ্রাজ। আর সেই লক্ষ্যেই এই বিশেষ যানটির নির্মাণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের তরফে বলা হয়েছে, রাষ্ট্রসংঘের সাসটেনেবিলিটি গোলের তৃতীয় ভাগটি হল স্বাস্থ্য পরিষেবা সবার জন্য। আর সেটাকেই বাস্তবায়িত করতে চায় আইআইটি মাদ্রাজ।


সোমবার উদ্বোধন


১৫ এপ্রিল সোমবার এই যানটির উদ্বোধন হয়। স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পাশাপাশি এটি বিভিন্ন চিকিৎসার যন্ত্রের গুণমানও পরীক্ষা করতে সক্ষম। যন্ত্রগুলি আন্তর্জাতিক মানের পরিষেবা দিচ্ছে কি না তা বলে দিতে সক্ষম এই বিশেষ যান। প্রসঙ্গত আইআইটি মাদ্রাজের এই যানটি আনাইভারুক্কুম আইআইটি মাদ্রাজ অর্থাৎ আইআইটি মাদ্রাজ ফর অল প্রকল্পের অধীনে নির্মিত। এই দিন যানটির উদ্বোধনে উপস্থিত ছিলেন, আইআইটি মাদ্রাজের ডাইরেক্টর ভি কামাকোটি। এছাড়াও, প্রফেসর আর সারথি ও এম আনবারাসুও উপস্থিত ছিলেন এই দিন।


তথ্যসূত্র - আইএএনএস


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - Health Tips: বারবার খাবার গরম করেন ? কীভাবে ক'বার গরম করলে কমবে না পুষ্টিগুণ