কলকাতা: স্বাস্থ্যের নিরিখে ভারতের অধিকাংশ নাগরিক কোথায় দাঁড়িয়ে রয়েছে ? সম্প্রতি ভারতের ‘ফিট ইন্ডিয়া’ প্রকল্পের সঙ্গে জড়িত একটি স্বাস্থ্য বিষয়ক সংস্থা এই বিষয়ে রিপোর্ট প্রকাশ করল। সেই রিপোর্টেই জানা গেল বিশেষ তথ্য। মোট ৬০ লক্ষ ব্যক্তির থেকে এই বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে ৪৫ শতাংশ মানুষের শারীরিক অবস্থাই বর্তমানে অস্বাস্থ্যকর। এর মধ্যে পুরুষদের সংখ্যা কম, বেশি মহিলাদের সংখ্যা।
এবার ‘জাগতে’ হবে
সম্প্রতি প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে ভারতীয় মধ্যে ‘লাইফস্টাইল ডিজিজের’ সংখ্যা বেশি। ‘লাইফস্টাইল ডিজিজের’ অর্থ জীবনযাপনের কারণে যে যে রোগের শিকার হতে পারেন এক ব্যক্তি। এছাড়াও, বলা হয়েছে মহিলাদের পরিস্থিতি বেশি সঙ্গীন। কারণ মহিলাদের মধ্য়ে ৫৯ শতাংশ অস্বাস্থ্যকর তকমার অধীনস্থ। অন্য়দিকে পুরুষদের মধ্যে এই সংখ্যা ৪০ শতাংশ। মহিলাদের মধ্য়ে ১৬ শতাংশই অতিরিক্ত ওজনের সমস্যায় ভোগেন। অর্থাৎ ওবেসিটির শিকার। ২০২৩ সালের তথ্য অনুযায়ী, মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে ওই সংস্থা। ইন্ডিয়া ফিট রিপোর্টে রোগের মূল কারণগুলিও খোঁজা হয়েছে।
অস্বাস্থ্যকর হওয়ার মূল কারণ কী ?
ইন্ডিয়া ফিট রিপোর্ট মোতাবেক, যারা এই নির্দিষ্ট বিভাগের মধ্যে পড়ছেন, তাদের ৩৫ শতাংশই অতিরিক্ত স্ট্রেসের সমস্যায় ভোগেন। দুশ্চিন্তা ও ‘লাইফস্টাইল ডিজিজের’ বাড়ছ প্রেশারও। বর্তমানে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন ২৩ শতাংশ মানুষ। এছাড়াও, ডায়াবেটিস, কোলেস্টেরলের মতো সমস্যাও রয়েছে রোগগুলির শীর্ষে।
স্ট্রেস, হাই প্রেশার, ডায়াবেটিস…
স্ট্রেসের মাত্রা বেড়েছে আগের বছরগুলির তুলনায়। ২০২১ সালে ২৫ শতাংশ মানুষ স্ট্রেসের সমস্যা ভুগতেন। দুই বছরের মাথায় তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ শতাংশ। স্ট্রেসের সমস্যার পাশাপাশি বাড়ছে মানসিক সমস্যাও। স্ট্রেসের বড় কারণ কর্মক্ষেত্রে অত্যাধিক চাপ, পারিবারিক পরিবেশ ও সামাজিক নানা সমস্যা। অন্যদিকে, হাই প্রেশারে ভুগছেন দেশের প্রায় এক-চতুর্থাংশ মানুষ। গত তিন বছর ধরে পরিস্থিতির বদল হয়নি বলেই জানাচ্ছে ওই সংস্থা। বলা হয়েছে, শীর্ষ রোগগুলির মধ্যে যে চারটি রয়েছে, তার মধ্যে অন্যতম ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, থাইরয়েড।
মৃত্যুহারের পিছনে যে রোগ…
সংস্থার ওই পরিসংখ্যান জানাচ্ছে,ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের মতো রোগগুলি মৃত্যুহারের অন্যতম কারণ। মোট মৃত্যুর মধ্যে ৮০ শতাংশই এই রোগগুলির কারণেই হয় বলে জানিয়েছে ওই সংস্থা।
তথ্যসূত্র - আইএএনএস লাইফ (পরিসংখ্যান সূত্র - GOQii)
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Health Update: হেপাটাইটিসে রেকর্ড গড়েছে ভারত, কেন সতর্ক হতে বলছে WHO ?