জ্যৈষ্ঠ পূর্ণিমায় দানধ্যান ও তীর্থ স্নান করলে সব পাপ নাশ হয়, মুক্তির পথ প্রশস্ত হয় বলে বিশ্বাস করা হয়। মহিলারা আজ স্বামীর দীর্ঘায়ু কামনা করে ভগবান শঙ্কর ও ভগবান বিষ্ণুর পূজা করেন। বটবৃক্ষের পূজা এবং ব্রতও করেন তাঁরা। বট পূর্ণিমার ব্রত বট সাবিত্রীর ব্রতর মতই রাখতে হয়।
জ্যৈষ্ঠ পূর্ণিমা ব্রতের শুভ মুহূর্ত
বট সাবিত্রী পূর্ণিমা শুক্রবার, ৫ জুন
পূর্ণিমা তিথি শুরু- ৫ জুন ৩.১৭.৪৭ থেকে
পূর্ণিমা তিথি সমাপ্ত- ৬ জুন, ২৪.৪৪-এ
এভাবে করুন জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রত
মহিলারা এদিন উপবাস করে বটবৃক্ষের নীচে বসে পূজা করেন। পূজার জন্য একটি বাঁশের ঝুড়ির মধ্যে ৭ রকম সবজি রাখতে হয়। তা ঢেকে দিতে হয় দুটুকরো কাপড় দিয়ে। অন্য ঝুড়িতে রাখতে হয় সাবিত্রী প্রতিমা। বট বৃক্ষে জল, চাল ও কুমকুম লাগিয়ে তার পূজা করতে হয়। তারপর মহিলারা লাল সুতো দিয়ে গাছকে সাতবার প্রদক্ষিণ করে ঈশ্বরের ধ্যান করেন। তারপর সকলে সাবিত্রী কথা শোনেন ও ক্ষমতা অনুসারে দান দক্ষিণা করেন, স্বামীর দীর্ঘায়ু কামনা করেন।