কলকাতা : প্রতি বছর দীপাবলির আগে পালিত হয় কোজাগরী লক্ষ্মীপুজো। বাংলার ঘরে ঘরে পুজো হয় কোজাগরী লক্ষ্মীর । বিশ্বাস অনুযায়ী, এই দিনে রাতে মা লক্ষ্মী পৃথিবীতে আসেন সকলকে আশীর্বাদ করতে।


কোজাগরী লক্ষ্মীপুজোর দিন ও তারিখ : 


এবছর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে আজ, মঙ্গলবার তথা ১৯ অক্টোবর। আজ রাত ১১টা ৪২ মিনিট থেকে ২০ তারিখ রাত ১২টা ৩২ মিনিট পর্যন্ত রয়েছে এর পুণ্য তিথি ।


পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ১৯ তারিখ সন্ধ্যা ৭টা ৩ মিনিটে। শেষ হচ্ছে ২০ তারিখ রাত ৮টা ২৬ মিনিটে।


কোজাগরী লক্ষ্মীপুজোর গুরুত্ব : নিজের নিজের বিশ্বাস ও ঐতিহ্য মেনে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ কোজাগরী পূর্ণিমা উদযাপন করেন। এই বিশেষ দিনে রাতে পুজো করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস। এই দিন রাতে পৃথিবীতে আসেন মা লক্ষ্মী। তিনি 'কো জাগ্রতী' শব্দের উচ্চারণ করেন। যার অর্থ, কে জেগে আছে। মা লক্ষ্মী দেখেন, রাতে কে জেগে আছেন পৃথিবীতে । কে তাঁর পুজো করছেন পূর্ণ ভক্তির সাথে। সেই অনুযায়ী তাঁর ঘরে বিরাজ করেন দেবী।


আরও পড়ুন ; লক্ষ্মী পুজোর দিন এই নিয়মগুলি মেনে চললে সংসারে আসতে পারে সমৃদ্ধি


শ্রী শ্রী লক্ষ্মীর ধ্যান মন্ত্র :


ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ সৃণিভির্যাম্য সৌম্যয়োঃ
পদ্মাসনাস্থাং ধায়েচ্চ শ্রীয়ং ত্রৈলোক্য মাতরং।
গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম্,
রৌক্নোপদ্মব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।


স্তব মন্ত্র :


ওঁ ত্রৈলোক্য-পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে,
যথা ত্বং সুস্থিরা কৃষ্ণে তথা ভব ময়ি স্থিরা।


ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতির্হরিপ্রিয়া,
পদ্মা পদ্মালয়া সম্পৎপ্রদা শ্রী: পদ্মধারিণী।
দ্বাদশৈতানি নামানি লক্ষীং সম্পূজ্য য: পঠেৎ,
স্থিরা লক্ষীর্ভবেত্তস্য পুত্রদারাদিভি: সহ।


প্রণাম মন্ত্র :


ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে
সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী।


পুষ্পাঞ্জলি মন্ত্র :


নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপ্রিয়ে।


যা গতিস্তং প্রপন্নানাং সা মে ভূয়াত্বদর্চবাৎ।।