কলকাতা: লিভারের (Liver) সমস্যা যেকোনও বয়সের মানুষের মধ্যেই দেখা দেয়। ছোট থেকে বড় সকলের মধ্যেই এই সমস্যা দেখা দিতে পারে। নানা কারণে লিভারের সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জল খাওয়ার কমের কারণে, মদ্যপানের কারণে হোক কিংবা পরিবারের অন্য কোনও সদস্যের লিভারের সমস্যার ইতিহাস থাকলে এই সমস্যা দেখা দিতে পারে। তাঁরা আরও জানাচ্ছেন, বয়স হওয়ার পরই যে শুধু লিভারের সমস্যা দেখা দেয়, এমন নয়। শিশুদেরও লিভারের সমস্যা দেখা দিতে পারে। বহু ক্ষেত্রেই শিশুদের লিভারের সমস্যার লক্ষণগুলি না জানা থাকার কারণে চিকিৎসা শুরু করতে দেরি হয়ে যায়। এছাড়াও শরীরে যদি হেপাটাইটিস ভাইরাস আক্রমণ করে, তাহলেও লিভারের সমস্যা দেখা দিতে পারে। কোন কোন লক্ষণ দেখে বুঝবেন শিশুদের লিভারের সমস্যা (Liver Failure) দেখা দিয়েছে।


শিশুদের লিভারের সমস্যার কারণগুলি কী কী?


১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মায়ের গর্ভে থাকাকালীনই শিশুদের লিভারের সমস্যা দেখা দিতে পারে। তাঁদের মতে, এই সমস্যা পরবর্তীকালে শিশুদের শরীরে বড় সমস্যা তৈরি করে। তবে, সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে তা সেরে যাওয়াও সম্ভব।


২. হেপাটাইটিস এ, বি, ই এবং আরও নানা ভাইরাসের আক্রমণের কারণে শিশুদের মধ্যে লিভারের সমস্যা দেখা দিতে পারে। 


৩. বিশেষজ্ঞদের মতে, বন্য মাশরুম খেয়ে ফেললে শিশুদের লিভারের সমস্যা দেখা দিতে পারে। তাই মাশরুম খাওয়ার আগে তা ভালো করে পরীক্ষা করে নেওয়া দরকার যে তা আদৌ খাওয়ার যোগ্য কিনা। বন্য মাশরুমে অনেক বিষাক্ত উপাদান থাকে। যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।


আরও পড়ুন - Health Tips: ডিম খেলে অ্যালার্জি হচ্ছে কিনা বুঝবেন কীভাবে?


৪. বেশ কিছু ওষুধের কারণেও লিভারের সমস্যা দেখা দেয় শিশুদের মধ্যে। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় লিভার ফেলিওর হতে পারে।


৫. শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিক না থাকলে লিভারের সমস্যা দেখা দিতে পারে। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।


৬. এই সময়ে করোনা ভাইরাসের পাশাপাশি চোখ রাঙাচ্ছে ডেঙ্গির সমস্যা। ইতিমধ্যেই বেশ কিছু মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডেঙ্গির কারণে লিভার ফেলিওর হতে পারে শিশুদের।


৭. জটিল লিভারের অসুখ থেকে লিভার ফেলিওর হতে পারে।


লিভার ফেলিওরের লক্ষণ-


১. শিশুদের মধ্যে লিভার ফেলিওরের সমস্যা দেখা দিলে জ্বর হতে পারে।


২. সারাক্ষণ দুর্বলভার দেখা দেয়।


৩. মাথা ঘোরা, বমিভাব দেখা দিতে পারে।


৪. খাওয়ায় অরুচি। কোনও খাবার খেতে ভালো না লাগা।


৫. তলপেটে ব্যথা।


৬. প্রস্রাবের রং বদলে যাওয়া। কালচে রঙের প্রস্রাব লিভার ফেলিওরের লক্ষণ।


৭. জন্ডিসের সমস্যা।


৮. সারা শরীরে চুলকানির সমস্যা দেখা দেওয়া।


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।